India vs England 3rd ODI: ভারত-ইংল্যান্ড ৩য় ওয়ানডে ম্যাচ, প্রথম একাদশে বিরাট রদবদল?

India vs England 3rd ODI: Playing XI prediction: আবহাওয়া আর পিচ যে কোনও সময় বদলে দিতে পারে ম্যাচের পরিস্থিতি। তাই সেদিকেই নজর ভারত এবং ইংল্যান্ড, দুই দলেরই।

India vs England 3rd ODI: Playing XI prediction: আবহাওয়া আর পিচ যে কোনও সময় বদলে দিতে পারে ম্যাচের পরিস্থিতি। তাই সেদিকেই নজর ভারত এবং ইংল্যান্ড, দুই দলেরই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Varun Chakravarthy-Indian Team: ইংল্যান্ডের ফিল সল্টের উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে ভারতের বরুণ চক্রবর্তী

Varun Chakravarthy-Indian Team: ইংল্যান্ডের ফিল সল্টের উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে ভারতের বরুণ চক্রবর্তী। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)

India vs England 3rd ODI: Playing XI prediction: বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ডের। প্রথম দুটি ওয়ানডেতে পরপর চার উইকেটে জিতে টিম ইন্ডিয়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। ইতিমধ্যে সিরিজ জিতেও নিয়েছে ভারত। সেই হিসেবে এই ম্যাচ স্রেফ নিয়মরক্ষার খেলা।

Advertisment

তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত-ইংল্যান্ড উভয়ই এই ম্যাচ জিততে চাইবে। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরির পর ভারত অধিনায়ক রোহিত শর্মা ফর্মে ফিরেছেন। টিম ম্যানেজমেন্টের আশা, বিরাট কোহলিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে রানের মধ্যে ফিরে আসবেন। আর, তিনি রানে ফিরবেন ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচেই। অন্যদিকে, জস বাটারের ইংল্যান্ডের জন্য, এই সফর তাদের প্রত্যাশার চেয়েও বেশি প্রশ্ন তুলেছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে জুড়ে ইংল্যান্ড তাদের মূল ব্যাটিং লাইনআপে বারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যা ফিল সল্ট এবং বেন ডাকেটের উদ্বোধনী জুটির চিত্তাকর্ষক কাজকে ব্যর্থ করে দিয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

Advertisment

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

যে খেলোয়াড়দের দিকে নজর থাকবে
আহমেদাবাদে বিরাট কোহলির দিকে সকলের নজর থাকবে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাত্র ৮৯ রান করলেই তিনি ১৪,০০০ রান করে ফেলবেন। নজর থাকবে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ও ব্যাটসম্যান জো রুটের দিকেও। 

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ড স্কোয়াড: হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জস বাটলার, জেমি স্মিথ, ফিলিপ সল্ট, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড। 

ভারত-ইংল্যান্ড হেড-টু-হেড রেকর্ড: ম্যাচ হয়েছে: ১০৯টি, ভারত জিতেছে: ৬০টি ম্যাচে, ইংল্যান্ড জিতেছে: ৪৪টি ম্যাচে।

পিচ রিপোর্ট: নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাটার ও বোলার, উভয়ই সহায়তা পান। বাউন্স বেশ ভালো। প্রাথমিক ওভারগুলোয় বোলাররা বেশি সাহায্য পান। পরের দিকটা ব্যাটারদের জন্য ভালো। মাঝের ওভারগুলোয় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। প্রথম ইনিংসের স্কোর ২৭০ পেরোলেই ম্যাচ জমে যাবে।

আরও পড়ুন- বড় সাফল্য রিলায়েন্সের, ওভাল ইনভিনসিবলস নিয়ে চুক্তি নিশ্চিত করল সারে

আবহাওয়া রিপোর্ট: পূর্বাভাস অনুসারে, ১২ ফেব্রুয়ারির ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে আসবে। আর্দ্রতার মাত্রা থাকবে ৩৮%। আবহাওয়ার পূর্বাভাস নিরবচ্ছিন্ন ক্রিকেট ম্যাচের জন্য আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

cricket Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India