/indian-express-bangla/media/media_files/2025/02/22/iIQENeOkfHpjhhj7wGeX.jpg)
Ben Duckett: বেন ডাকেট। (ছবি- ফেসবুক)
Ben Duckett has set highest score: বেন ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ রেকর্ড গড়লেন। আর, তার দৌলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৫১ রানের বিশাল স্কোর খাড়া করল ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার এই বিপুল রান করেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তার মধ্যে বেন ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেললেন। করলেন, ১৬৫ রান। ডাকেট ও জো রুট ষষ্ঠ ওভার থেকে ৩১তম ওভার পর্যন্ত ১৫৮ রানের জুটি গড়েন। যা ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৫১ রানে পৌঁছে দেয়।
🦘 ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান। তিনি রাতে শিশিরের সম্ভাবনার কথা মাথায় রেখে প্রথমে বোলিং নেন। ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট শুরুতে বেশ আগ্রাসী ছিলেন। তিনি বাঁহাতি পেসার স্পেন্সার জনসনের বলে মিড-অফ দিয়ে চার মেরে খাতা খোলেন, এরপর স্ট্রেট ছক্কা মারেন। তবে বেন ডোয়ারশুইসের বলে সল্ট আউট হয়ে যান, মিড-অন-এ অ্যালেক্স কেরি দুর্দান্ত ক্যাচ নিয়ে সল্টকে ফেরত পাঠান। নতুন নম্বর-৩, ব্যাটসম্যান জেমি স্মিথ ১৩ বলে ১৫ রান করে একইভাবে কেরির দুর্দান্ত ক্যাচে আউট হন।
এরপর জো রুট ও ডাকেট দায়িত্ব নিয়ে ইনিংস গড়েন। গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা বোলিংয়ে এলে তাঁরা ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে যান। রুট ১১ ইনিংস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০+ স্কোর করেন। কিন্তু ৭৮ বলে ৬৮ রান করে ৩১তম ওভারে জাম্পার বলে এলবিডব্লু হয়ে যান রুট।
এই সময় ডাকেট ধৈর্য ধরে ইনিংস সাজান এবং স্পিনারদের বিরুদ্ধে সোজা ব্যাটে খেলে যান। আউট হয়ে যাওয়ার আগে ৩০তম ওভারে ডাকেট আর রুট মিলে ১৫০ রানের পার্টনারশিপ গড়েন।
🏏 ডাকেটের রেকর্ড ব্রেকিং ইনিংস:
- তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৬৫ রান) করেছেন।
- ৪৮তম ওভারে মার্নাস লাবুশানে তাঁকে এলবিডব্লু করেন।
- লাবুশানে শেষ ওভারে ১৫ রান দেন, তবে ২ উইকেটও নিয়েছেন।
BEN DUCKETT BECOMES THE FIRST PLAYER IN HISTORY TO SCORE 150 IN CHAMPIONS TROPHY. 🤯 pic.twitter.com/f7U5bkU66s
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 22, 2025
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড – ৩৫১/৮ (৫০ ওভার)
- বেন ডাকেট – ১৬৫
- জো রুট – ৬৮
- বেন ডোয়ারশুইস – ৩/৬৬
- মার্নাস লাবুশানে – ২/৪৪
- অ্যাডাম জাম্পা – ২/৬৪
এই ইনিংস খেলার ফলে ডাকেট হলেন চলতি টুর্নামেন্টের ষষ্ঠ সেঞ্চুরিয়ান। শুধু তিনিই নন, এদিন ইংল্যান্ডের ব্যাটাররা, গোটা ইনিংসে, বিশেষ করে মিডল-ওভারগুলোতে আগের চেয়ে অনেক ভালো খেলেছেন।