/indian-express-bangla/media/media_files/2025/02/22/CRMILo9ktdMbRNFeidzC.jpg)
Gaddafi Stadium Lahore: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগের মুহূর্তে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। (ছবি- এক্সপ্রেস)
Icc Champions Trophy, 2025: Australia vs England match: লাহোরে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের আগে বাজল ভারতের জাতীয় সংগীত। যার জেরে উপহাসের শিকার হতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে গ্রুপ বি-এর ম্যাচের আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্যই অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে ভারতের জাতীয় সংগীত 'জন গণ মন' অল্পসময়ের জন্য ম্যাচের আগে বাজানো হয়। যা নিয়ে পিসিবিকে নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছে।
🎶 ঘটনাটি কী ঘটেছে?
ইংল্যান্ডের জাতীয় সংগীত শেষ হওয়ার পর, অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত 'অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার' বাজানোর কথা ছিল। কিন্তু তার পরিবর্তে ভারতের জাতীয় সংগীতের একটি লাইন 'ভারত ভাগ্য বিধাতা' স্টেডিয়ামে বাজানো হয়।
যদিও দ্রুতই ভুলটি সংশোধন করা হয়, কিন্তু, ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-কে ট্রোল করেছেন।
When did England become a part of India ? 🤔
— OsintTV 📺 (@OsintTV) February 22, 2025
Reportedly Pakistan played Indian National Anthem during England Vs Australia
#ChampionsTrophy2025pic.twitter.com/JfjYSUhjnn
🇮🇳 ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে উত্তেজনা তুঙ্গে
এই ঘটনার একদিন পরেই দুবাইতে ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হওয়ার পর পাকিস্তান রীতিমতো চাপে রয়েছে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, ভারত-পাকিস্তান ম্যাচ: কারা থাকছেন প্রথম ১১-য়?
রবিবারের ম্যাচেও পরাজিত হলে শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে বিভিন্ন সমীকরণের ওপর নির্ভর করতে হবে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে।
BIG BLUNDER IN PAKISTAN!
— Rishi Agrawal (@RishiAgrawal_) February 22, 2025
They played India's anthem instead of playing Australia's anthem 😂#ENGvsAUS#ChampionsTrophy2025pic.twitter.com/GIWX1aKzwO
🏏 আজম খানের বার্তা
এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আজম খান পাকিস্তান দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, যে দল কম ভুল করবে, সেই দলই জিতবে।
আরও পড়ুন- বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাক চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ? কী বলছে আবহাওয়া দফতর
আজম খান সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে বলেছেন, 'আমি পাকিস্তান ক্রিকেট দলকে শুভকামনা জানাই। এটি কেবল একটি খেলা। এটি হাই-ভোল্টেজের ম্যাচ হবে এবং যে দল ভালো খেলবে, তারাই জিতবে।'
🏆 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের এগিয়ে থাকার রেকর্ড
একদিনের ক্রিকেট (ওডিআই) এবং টি-(২০) টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে লড়াইয়ের পরিসংখ্যানে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। বিশেষ করে, ২০১৭ সালের ফাইনালে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে ১৮০ রানে ঐতিহাসিক জয় পেয়েছিল।