Advertisment

বল লেগে ক্ষতবিক্ষত মুখ! ৭ সেলাইয়ে ঠোঁট ফুলে ঢোল অজি তারকার

জুনের ৯ তারিখেই কালন্ডার্স দল নামবে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাকিস্তান লিগে খেলতে গিয়ে গুরুতর চোটের মুখে পড়লেন লাহোর কালান্ডার্সের বিদেশি বেন ডাঙ্ক। চলতি মাসের ৯ তারিখে আবু ধাবিতে পিএসএলের দ্বিতীয় পর্ব চালু হতে চলেছে। তার আগেই বড়সড় চোটের ধাক্কায় জেরবার ডাঙ্ক। অনুশীলনের সময় মুখে ভয়ঙ্কর চোটের কবলে পড়লেন। সাতটা সেলাইও পড়ল ঠোঁটে।

Advertisment

৩৪ বছরের তারকা ক্রিকেটার দ্রুত সেরে উঠছেন। ফ্র্যাঞ্চাইজির জার্সিতে সপ্তাহের শেষের দিকে প্রথম ম্যাচ থেকেই নামতে পারবেন তিনি। এমনটাই জানিয়েছেন লাহোর কালান্ডার্সের সিইও সমীন রানা। তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জুনের ৬ তারিখে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে তিনি কীভাবে চোট পেলেন। তারপরে কীভাবে চিকিৎসা করা হল তাঁর।

আরো পড়ুন: দশেরায় ফাইনাল, শুরু সেপ্টেম্বরেই! আইপিএল নিয়ে বোর্ডের দিনক্ষণ চূড়ান্ত, জানুন সূচি

ইনস্টাগ্রামে ডাঙ্ক লিখেছেন, "বুরজিল হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং নার্সকে ধন্যবাদ জানাই ঠোঁট সঠিকভাবে জুড়ে দেওয়ার জন্য। এবং আমার মডেলিং স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য।"

ভিডিও দেখুন এখানে ক্লিক করে

জুনের ৯ তারিখেই কালন্ডার্স দল নামবে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। চার ম্যাচে তিনটে জয় নিয়ে লাহোর কালান্ডার্স আপাতত লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। করোনা অতিমারীর কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার আগে ডাঙ্ক চার ম্যাচে তিন ইনিংসে ব্যাট হাতে নেমে ৯০ রান করেছিলেন। করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৫৭ রানের ইনিংসও রয়েছে এর মধ্যে। তাঁর হাফসেঞ্চুরিতে ভর করেই করাচি কিংসের বিপক্ষে ১৮৭ রান দারুণ ভাবে চেজ করে জয় ছিনিয়ে নেয় লাহোর।

যাইহোক, লাহোর কালান্ডার্স একবারও পিএসএল খেতাব জিততে পারেনি। সেরা পারফরম্যান্স এসেছিল গত মরশুমে। করাচি কিংসের সঙ্গেই ফাইনালে উঠেছিল লাহোর কালান্ডার্স। তবে খেতাব নির্ধারক যুদ্ধে ৫ উইকেটে হেরে বসে লাহোর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Pakistan Cricket
Advertisment