বেন স্টোকসকে 'স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য় ইয়ার' হিসাবে বেছে নিল বিবিসি। গত রবিবার ব্রিটিশ অলরাউন্ডারের হাতে বছরের সেরা ক্রীড়া ব্য়ক্তিত্বের ট্রফি। চলতি বছরটা অসাধারণ কেটেছে স্টোকসের।
দেশকে প্রথমবার বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ অবদানই রাখেননি স্টোকসি, অ্যাশেজে হেডিংলি টেস্টে স্টোকস খেলেছিলেন মহাকাব্য়িক ইনিংস। তাঁর অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করেই ইংল্য়ান্ড এক উইকেটে জিতে নিয়েছিল হেডিংলি টেস্ট। অ্য়াশেজ সিরিজে সমতায় ফিরেছিলেন জো রুটরা। অ্যাশেজে ব্য়াট হাতে ৪৪০ রান করার পাশাপাশি তাঁর ঝুলিতে এসেছিল আট উইকেট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরা হন স্টোকস।
আরও পড়ুন-ভিডিও: উলটপুরাণ! ধোনির ডেরায় পন্থের নামে জয়ধ্বনি
England cricket star Ben Stokes was voted BBC Sports Personality of the Year! ????
The all-rounder has had a phenomenal year – helping England win the Cricket World Cup and then hitting an unbeaten 135 to win the Ashes third Test for England! ⚾ pic.twitter.com/jzgglacpvQ
— BBC Sport (@BBCSport) December 15, 2019
আরও পড়ুন-বেন স্টোকসকে নিজের ক্লাবে পেয়ে উচ্ছ্বসিত হ্য়ারি কেন
বিবিসি-র 'স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য় ইয়ার' ক্য়াটাগরিতে স্টোকসের সঙ্গে মনোনীত হয়েছিলেন ছ'বারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্য়াম্পিয়ন লুইস হ্য়ামিলটন। স্টোকসের কাছে ট্রফি খুইয়ে দুয়ে শেষ করেন তিনি। ছিলেন স্প্রিন্টার ডিনা অ্যাশার-স্মিথ।
Taking the Team of the Year award were the England Cricket World Cup winners, whose final against New Zealand was an absolute sporting highlight of 2019.
???? https://t.co/2hR0cPT6Og pic.twitter.com/wlqTy1Hom7
— BBC Sport (@BBCSport) December 15, 2019
পুরস্কার পেয়ে স্টোকস বলছেন, "যদিও এটা ব্যক্তিগত পুরস্কার। কিন্তু আমি টিম স্পোর্টের সঙ্গে যুক্ত। এই বিশেষ মুহূর্তটা দলের বাকি সতীর্থ ও ব্য়াকরুম স্টাফ ও টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাঁরা না থাকলে আজ এখানে এসে দাঁড়াতে পারতাম না।"
অ্যানড্রিউ ফ্লিনটফ ২০০৫ সালে শেষবার ক্রিকেটার হিসাবে বিবিসি-র সেরা ক্রীড়া ব্য়ক্তিত্বের সম্মান পেয়েছিলেন। ১৪ বছর পর স্টোকস এই পুরস্কার পেলেন কোনও ক্রিকেটার হয়ে। ১৯৫৪ থেকে বিবিসি এই পুরস্কার দিচ্ছে এখনও পর্যন্ত স্টোকসকে নিয়ে পাঁচজন এই সম্মান পেয়েছে। তাঁরা হলেন-জিম ল্য়াকার (১৯৫৬), ডেভিড স্টিল (১৯৭৫), ইয়ান বোথাম (১৯৮১) ও ফ্লিনটফ (২০০৫)। স্টোকসের ইংল্য়ান্ড বিশ্বজয়ের জন্য় বছরের সেরা দল হিসাবে নির্বাচিত হয়ছে।