Brendon McCullum coaching strategy: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের কয়েক সপ্তাহ আগে নিজেদের দুই গুরুত্বপূর্ণ ডেটা বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড এবং নাথান লেমনকে বরখাস্ত করেছে। কারণ, দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম (Brendon McCullum) চান খেলোয়াড়রা যেন নিজেদের অভ্যন্তরীণ অনুভূতির উপর আরও বেশি নির্ভর করে। ইংল্যান্ডের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হবে ২০ জুন, ভারতের বিরুদ্ধে হেডিংলেতে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে।
এই সিদ্ধান্তের তাৎপর্য কী?
‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের দুই শীর্ষস্থানীয় ক্রিকেট বিশ্লেষক নাথান লেমন ও ফ্রেডি ওয়াইল্ড জাতীয় দলের সঙ্গ ত্যাগ করতে চলেছেন। যা ইংল্যান্ড দলে ভবিষ্যতে ডেটা-নির্ভর পদ্ধতির গুরুত্ব কমে যাওয়ার ইঙ্গিত।
কারা এই দুই বিশ্লেষক?
লেমন ছিলেন ইংল্যান্ডের প্রধান ডেটা বিশ্লেষক এবং ওয়াইল্ড সীমিত ওভারের ক্রিকেটের বিশ্লেষক। তাঁরা জুন মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও থাকছেন না। এই সিরিজ থেকেই হ্যারি ব্রুক ODI এবং T20 অধিনায়ক হিসেবে অভিষেক করবেন।
আরও পড়ুন পাকিস্তানের পতাকা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়? নয়া বিতর্কে জড়ালেন মহম্মদ সামি
কম সাপোর্ট স্টাফ, সহজ পরিবেশ
ম্যাককালাম মনে করেন শুধুমাত্র ডেটা-ভিত্তিক বিশ্লেষণ টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অতিরিক্ত হয়ে পড়ে এবং এই ধরনের পদ্ধতি T20-র মতো ছোট ফরম্যাটে বেশি কার্যকর। তার মতে, সাপোর্ট স্টাফ কম থাকলে দলের পরিবেশ আরও সহজ ও নিরবচ্ছিন্ন হয়।
খেলোয়াড়রাই নেবেন নিজেদের দায়িত্ব
ম্যাককালাম চান খেলোয়াড়েরা নিজেদের প্রস্তুতি এবং পারফরম্যান্সের জন্য নিজেরাই দায়িত্ব নিক। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বিশৃঙ্খলা এড়াতেই সাপোর্ট স্টাফের সংখ্যা কমানো হয়েছে।
ভারতের বিপরীত পথে হাঁটছে ইংল্যান্ড
যেখানে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল বিশ্লেষণ ও ডেটার উপর অনেক বেশি নির্ভর করে, সেখানে ইংল্যান্ড তার বিপরীত পথ ধরেছে। রিপোর্ট বলছে, খেলোয়াড়রা চাইলে ব্যক্তিগতভাবে বিশ্লেষকদের সঙ্গে পরামর্শ করতে পারেন, কিন্তু দলীয়ভাবে অনুমান বা ‘গাট ফিলিং’-এর উপর নির্ভর করতে উৎসাহিত করা হবে।