জনপ্রিয় মার্কিনি গায়িকা টেলর সুইফটকেও পিছনে ফেলে দিলেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। এই চমকপ্রদ তথ্য় দিয়েছে আইসিসি। গত সপ্তাহে উইকি সার্চে বেশ কিছুটা সময় ধরে স্টোকস এগিয়ে ছিলেন সুইফেটর থেকে। এই খবর ইনস্টাগ্রামে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
গত রবিবার লিডসের হেডিংলি ক্রিকেটে গ্রাউন্ড দেখেছে বেন স্টোকসের মহাকাব্য়িক ইনিংস। তাঁর অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করেই ইংল্য়ান্ড এক উইকেটে জিতে নিয়েছিল হেডিংলি টেস্ট। চলতি অ্য়াশেজ সিরিজে সমতায় ফেরেন জো রুটরা।
অনেকেই মনে করছিলে যে, ইতিহাসের অন্য়তম সেরা নকটাই এসেছিল স্টোকসির ব্য়াট থেকে।৩৩০ মিনিট ক্রিজে থেকে স্টোকস ২১৯টি বল খেলে এই ঐতিহাসিক টেস্ট ছিনিয়ে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হাত থেকে। তাঁর ব্য়াট থেকে এসেছে ১১টি চার ও ৮টি ছয়। স্টোকসের প্রশংসায় পঞ্চমুখ হন ক্রিকেট ফ্য়ানেরা।
আরও পড়ুন: মহাকাব্য়িক ইনিংসের পর স্টোকসের চমকে দেওয়া টুইট, লিচকে বললেন কিংবদন্তি
-->
সুইফটের কয়েক'টি হিট গান- 'লাভ স্টোরি', 'ওয়াইল্ডেস্ট ড্রিমস', 'শেক ইট অফ', 'আউট অফ দ্য় উডস' ব্য়বহার করেই স্টোকসের প্রশংসা করেছে আইসিসি। তাদের এই ইনস্টা পোস্টটি প্রায় লাখখানেক মানুষ লাইক করেছেন। লিডসে ওই ইনিংসের পরেই কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে এসেছেন স্টোকসি। এখন বিশ্বের দু’নম্বর টেস্ট অলরাউন্ডার তিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্য়াপ্টেন জেসন হোল্ডারের পরেই স্টোকস।