দীর্ঘ রোগভোগের পর শহরের এক হাসপাতালে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার রবি বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৭২! রেখে গেলেন স্ত্রী এবং দুই পুত্রকে।
করোনার থাবা বসেছিল শরীরে। সুস্থও হয়ে উঠেছিলেন। তবে করোনাকে কাটিয়ে উঠলেও হার্টে গোলযোগ ধরা পড়ে। তারপরেই ফের একবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এছাড়া কিডনির সমস্যাও ছিল। নিয়মিত ডায়ালিসিস করতে হত। একাধিক জটিলতা নিয়েই এদিন বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরো পড়ুন: WTC ফাইনালের আগেই অ্যাডভান্টেজ ভারত! কনুইয়ের চোটে বিধ্বস্ত উইলিয়ামসন
প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সংস্থার তরফে পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেন তিনি। শোকের আবহে ইডেনে পতাকা অর্ধনমিত রাখা হয়।
১৯৬০-৭০ এর দশকে বাংলার হয়ে নিয়মিত খেলতেন তিনি। ১৯৬৯-১৯৭০ এবং ১৯৭৪-৭৫ মরশুমে বাংলার হয়ে খেলেছেন তিনি। সবমিলিয়ে জাতীয় স্তরে ১০ বার বাংলার জার্সি গায়ে চাপিয়েছেন।
শেষকৃত্যের আগে রবি বন্দ্যোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় পৈতৃক বাড়ি বেলেঘাটায়। তারপর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন