Pranati Nayak: জিমন্যাস্টিক্সে নয়া ইতিহাস বঙ্গকন্যা প্রণতি নায়েকের, ছাপিয়ে গেলেন আরেক বাঙালি দীপাকে

Bengal Gymnast Pranati Nayak: দক্ষিণ কোরিয়ার জেচিওন জিমনেশিয়ামে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে ভারতকে নয়া গৌরব এনে দিলেন প্রণতি।

Bengal Gymnast Pranati Nayak: দক্ষিণ কোরিয়ার জেচিওন জিমনেশিয়ামে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে ভারতকে নয়া গৌরব এনে দিলেন প্রণতি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Pranati Nayak Gymnast: প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া জিমন্যাস্ট প্রণতি নায়েক

Pranati Nayak Gymnast: প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া জিমন্যাস্ট প্রণতি নায়েক

Bengal Gymnast Success Story: খেলার দুনিয়ায় নয়া নজির বঙ্গকন্যার। প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak)। ছাপিয়ে গেলেন আরেক বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকারকে। ৩০ বছর বয়সী জিমন্যাস্টের অসাধ্যসাধনে দেশের নাম উজ্জ্বল হল আন্তর্জাতিক মঞ্চে।

Advertisment

দক্ষিণ কোরিয়ার জেচিওন জিমনেশিয়ামে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে ভারতকে নয়া গৌরব এনে দিলেন প্রণতি। তিনটি পদকই ব্রোঞ্জ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে এটা তিন নম্বর পদক। তাঁর স্কোর ছিল ১৩.৪৬৬। প্রণতির এই নয়া নজিরে তিনি পিছনে ফেলেছেন দীপা কর্মকারকে। তবে দীপা দুটি পদক জিতেছিলেন, তার মধ্যে স্বর্ণপদক এবং  একটি ব্রোঞ্জ ছিল। প্রণতি নায়েক দীপা কর্মকার এবং অরুণা রেড্ডির তৃতীয় ভারতীয় জিমন্যাস্ট হিসাবে ভল্টে আন্তর্জাতিক পদক জিতেছেন।

Advertisment

অন্যদিকে, আরেক বাঙালি জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত চতুর্থ স্থান পেয়েছেন। তাঁর স্কোর ছিল ১৩.০১৬। প্রথম ভারতীয় হিসাবে নজির গড়েছেন প্রণতি। এর আগে ২০১৯ সালে উলানবাটোর এবং ২০২২ সালে দোহা এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন প্রণতি। চলতি বছরের মার্চে তুরস্কের আন্তোলিয়ায় এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড কাপে ভল্টের ফাইনালেও ব্রোঞ্জ পেয়েছিলেন প্রণতি।

আরও পড়ুন জাতীয় স্তরে অভূতপূর্ব সাফল্য বাংলার জিমন্যাস্টের, কঠোর পরিশ্রমে 'সোনার ছেলে' কাঁকিনাড়ার নীলাদ্রি

জেচিওন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গে প্রণতি তৃতীয়বারের মতো এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ ভল্টে ব্রোঞ্জ পদক জেতার বিরল নজির গড়েছেন। এই মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে একমাত্র ভারতীয় হিসাবে সর্বাধিক পদকজয়ী জিমন্যাস্ট হলেন প্রণতি। তিনি যাঁর রেকর্ড ভেঙেছেন সেই দীপা কর্মকার ২০১৬ রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছিলেন বঙ্গতনয়া প্রণতি। তারপর এবার এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে নিজের প্রতিভা দিয়ে জবাব দিয়েছেন প্রণতি। 

Pranati Naik