Abhimanyu Easwaran on Team India Selection: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো রান করার পরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তাঁকে ভারতীয় দলে রাখা হয়নি। এবার আসন্ন অস্ট্রেলিয়া সফরে যখন রোহিত শর্মার অবর্তমানে ওপেনিং ব্যাটার কে হবে, তা নিয়ে জল্পনা চলছে, তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে অভিমন্যু ঈশ্বরণের নাম উঠে এসেছে। তবে, বারবার জাতীয় নির্বাচকদের থেকে উপেক্ষিত হতে অভ্যস্ত অভিমন্যু সেসব জল্পনা বা নাম ওঠা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কারণ, বঞ্চিত হওয়াটা তিনি ইতিমধ্যেই অভ্যাস আর ভালো কিছু করে দেখানোর জেদে বদলে ফেলেছেন।
এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিমন্যু বলেছেন, 'আমি এটুকু জানি যে আমাকে রঞ্জি ট্রফিতে খেলতে হচ্ছে। আর, সেটা ভালো করে খেলতে হবে। আমি সেই জন্য নিজের মত করে প্রস্তুতি নিচ্ছি। ডাক না পাওয়া পর্যন্ত সেসব নিয়ে চিন্তাভাবনা করে সময় নষ্ট করতে আমি নারাজ। আমার কিছু মাথায় এলে আমি আমার বন্ধুদের বা কোচের সঙ্গে কথা বলি। তারপর যা ভেবেছিলাম, মাথা থেকে বের করে দিই।'
গত চার বছরে, তিনি বারবার টেস্ট অভিষেকের দোড়গোড়ায় পৌঁছেও সুযোগ পাননি। তার শেষটা গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ঘটেছে। সেখানে অভিমন্যু আহত রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় দলে ঢুকেছিলেন। এই ব্যাপারে অভিমন্যু বলেন, 'এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরতে হবে। সবকিছু প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু নিজের কাজটা করে যেতে হবে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে যেতে হবে। আর, জাতীয় দলে চান্স পেলে তার জন্য নিজেকে প্রস্তুতও রাখতে হবে।'
আসন্ন অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্ট-এ খেলছেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় ওপেনার হিসেবে অভিমন্যুর নাম উঠে এসেছে। আবার অন্য মহলের দাবি, অস্ট্রেলিয়া সিরিজে অভিমন্যু নন। ব্যাকআপ ওপেনার হিসেবে রুতুরাজ গায়কোয়াড়কে ভাবা হয়েছে। মহারাষ্ট্রের রুতুরাজ সেই সময় ভারতীয় এ স্কোয়াডের নেতৃত্ব দিতে অস্ট্রেলিয়ায় থাকবেন। রোহিতের দলের বিরুদ্ধে ভারতীয় এ স্কোয়াডের একটা প্রস্তুতি ম্যাচ খেলারও কথা আছে।
আরও পড়ুন- গিলকে ওপেন করালে ভুল করবে ভারত! বিষ্ফোরক এবার কুম্বলেও
অভিমন্যুও ভারতীয় এ স্কোয়াডে থাকতে পারেন। এই ব্যাপারে বাংলার ক্রিকেটার বলেছেন, 'ওখানে টেস্ট সিরিজ হবে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকছে। এটা একটা বিরাট সুবিধা। বাইরে গিয়ে খেলছি বলে মনেই হবে না। ভীতিটা অনেকটা কেটে যাবে।'