/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/Bengaluru-FC.jpg)
নতুন মরসুমের দল ঘোষণা করল বেঙ্গালুরু এফসি
হাতে আর দু’সপ্তাহও বাকি নেই। শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। মঙ্গলবার ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল গত মরসুমের আইএসএল রানার্স বেঙ্গালুরু এফসি। গতবারের ১২ জন ফুটবলারকে তাঁরা ধরে রেখেছে। শুধু বেঙ্গালুরু এফসি-বি টিম থেকে এসেছে আরও পাঁচ জন ফুটবলার। আগামী ৩০ সেপ্টেম্বর গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে বেঙ্গালুরু।
The Blues have retained twelve players from last season while five youngsters make the move up from Bengaluru FC B. Click to find out BFC's 25-man squad for the @IndSuperLeague. #WeAreBFC ???? https://t.co/5msWQ4j7F8
— Bengaluru FC (@bengalurufc) September 18, 2018
অ্যালবার্ট রোকার সঙ্গে বেঙ্গালুরুর সম্পর্ক ছিন্ন করে নতুন মরসুমে তাঁরা কোচ করে নিয়ে এসেছেন কার্লস কুয়াদ্রাতকে। গত দুই মরসুমে দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন বার্সেলোনা অ্য়াকাডেমির প্রাক্তন এই ফুটবলার। গালসাতারেতে থাকার সময় ফ্রাঙ্ক রাইকার্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি। কার্লস বললেন, “আমাদের মরসুম কিন্তু বাকি গুলোর থেক অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। আমাদের এএফসি কাপ রয়েছে। এর মধ্য়েই আমরা দল বেছে নিয়েছি। আগের মরসুমের অনেকেই রয়ে গিয়েছে। বি দল থেকেও পাঁচজন লড়াই করে এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে। এটা উৎসাহিত করছে আমাদের। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দলটার মধ্যে খিদে রয়েছে। কঠিন একটা মরসুম হতে চলেছে। কিন্তু আমরা সেরাটা দিয়েই লড়াই করব।”
আরও পড়ুন: কেরল ব্লাস্টার্সের থেকে হাত তুলে নিচ্ছেন মাস্টারব্লাস্টার