/indian-express-bangla/media/media_files/2025/03/29/vlY2ayN3mFgpH27wxTy2.jpg)
Bengaluru FC vs Mumbai City FC: বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের একটি দৃশ্য। Photograph: (ছবি- আইএসএল)
Bengaluru FC Crushes Mumbai City FC 5-0 in a Dominant ISL Performance: আইএসএলে মুম্বই সিটি ফুটবল ক্লাবকে ৫-০ গোলে হারাল বেঙ্গালুরু ফুটবল ক্লাব। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেই সমানতালে টক্কর দিলেও মুম্বইয়ের খেলোয়াড়দের কার্যত নাজেহাল করে কাজের কাজটা করে বেরিয়ে গেলেন বেঙ্গালুরুর খেলোয়াড়রা। এই ম্যাচে জয়ের ফলে বেঙ্গালুরু ২৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় তৃতীয় স্থানে দৌড় শেষ করল। আর, মুম্বই সিটি ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দৌড় শেষ করল ষষ্ঠ স্থানে।
শনিবারের ম্যাচে বেঙ্গালুরুর হয়ে প্রথম গোল করেন সুরেশ সিং ওয়াংজাম। তিনি ম্যাচের ৯ মিনিটেই গোল করেন। এরপর দীর্ঘক্ষণ গোল হয়নি। ম্যাচের ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এডগার আন্তোনিও মেন্ডেজ ওর্তেগা। এতে কার্যত ভেঙে পড়ে মুম্বই। এরপর ম্যাচের ৬২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান রায়ান উইলিয়ামস। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন সুনীল ছেত্রী। ৮৩ মিনিটের মাথায় গোল করেন জর্জ পেরেইরা ডিয়াজ।
Formidable from #TheBlues! 💥@chetrisunil11 scores after coming off the bench! ⚽
— Indian Super League (@IndSuperLeague) March 29, 2025
Tune in to #StarSports3 and #AsianetPlus to watch #BFCMCFC or stream it only on @JioHotstar: https://t.co/krybNjfhzd#ISL#LetsFootball#ISLPlayoffs#BengaluruFC#SunilChhetri | @bengalurufcpic.twitter.com/gtVEc45Jvt
তালিকায় একনম্বরে রয়েছে মোহনবাগান। তাদের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৬। দ্বিতীয় স্থানে আছে এফসি গোয়া। তাদের পয়েন্ট সংখ্যা ২৪ ম্যাচে ৪৮। তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। চতুর্থ স্থানে আছে নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট সংখ্যাও ২৪ ম্যাচে ৩৮। আবার জামশেদপুরের পয়েন্ট সংখ্যাও ২৪ ম্যাচে ৩৮। তবে, গোল খাওয়ার বিচারে তারা রয়েছে বেঙ্গালুরু এবং নর্থ ইস্টের পিছনে, অর্থাৎ পঞ্চম স্থানে।
আরও পড়ুন- ১৭ বছরে ঘরের মাঠে প্রথম হার, যেন কিছুই হয়নি, এমন ভাব ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের!
সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে লিগে একনম্বরে আছেন আলাইদিন আজারেই। নর্থইস্ট ইউনাইটেড এফসির এই খেলোয়াড় ২৩ গোল করেছেন। দ্বিতীয় স্থানে আছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সুনীল ছেত্রী। তিনি ১৩ গোল করেছেন। তালিকার তৃতীয় স্থানে আছেন মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেন। তিনি ১১ গোল করেছেন। তাঁর সঙ্গেই তৃতীয় স্থানে আছেন আছেন কেরালা ব্লাস্টার্স এফসির জেসাস জিমেনেজ। তিনিও ১১ গোল করেছেন। পঞ্চম স্থানে আছেন তিন জন। চেন্নাইইন এফসির উইলমার জর্ডন গিল। তিনি ১০ গোল করেছেন। তাঁর সঙ্গেই ১০ গোল করেছেন মুম্বই সিটি ফুটবল ক্লাবের নিকোস কারেলিস ও রাউন্ডপ্লাস পঞ্জাব এফসির লুকা মাজসেন।