CSK vs RCB: ১৭ বছরে ঘরের মাঠে প্রথম হার, যেন কিছুই হয়নি, এমন ভাব ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের!

Chennai Super Kings captain Ruturaj Gaikwad brushed off concerns about CSK’s 50-run defeat to RCB, marking their first home loss against their arch-rivals in 17 years. চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আরসিবির কাছে ৫০ রানে হারকে গুরুত্ব দিতে নারাজ। অথচ, ১৭ বছরে বেঙ্গালুরুর কাছে প্রথমবার ঘরের মাঠে হারল সিএসকে।

Chennai Super Kings captain Ruturaj Gaikwad brushed off concerns about CSK’s 50-run defeat to RCB, marking their first home loss against their arch-rivals in 17 years. চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আরসিবির কাছে ৫০ রানে হারকে গুরুত্ব দিতে নারাজ। অথচ, ১৭ বছরে বেঙ্গালুরুর কাছে প্রথমবার ঘরের মাঠে হারল সিএসকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ruturaj Gaikwad: রুতুরাজ গায়কোয়াড়

Ruturaj Gaikwad: রুতুরাজ গায়কোয়াড়। ছবি- আইপিএল)

Lost by just 50 runs’: Ruturaj Gaikwad downplays magnitude of CSK’s first home defeat to RCB in 17 years: চেন্নাই সুপার কিংস (সিএসকে) ১৭ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে পরাজিত হয়েছে। তবে দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এমন হাবভাব করছেন যেন, কিছুই হয়নি। তিনি বলছেন যে মাত্র ৫০ রানের জন্য এই পরাজয় ঘটেছে।

Advertisment

শুক্রবারের ম্যাচে সিএসকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তবে আরসিবি দুর্দান্ত ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৯৬ রান। দলের পক্ষে অধিনায়ক রজত পাতিদার মাত্র ৩২ বলে ৫১ রান করেছেন। 

জবাবে ব্যাটিং করতে নেমে সিএসকে গোটা ইনিংসজুড়ে নাকানিচোবানি খেয়েছে। আর, ৮ উইকেটে মাত্র ১৪৬ রান তুলেছে। আরসিবি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেন্নাই সুপার কিংস কখনওই ম্যাচে ফিরতে পারেনি। তারপরও ম্যাচের শেষে চেন্নাই অধিনায়ক জানান, এই পরাজয় বড় কিছু না।

এই প্রসঙ্গে গায়কোয়াড় বলেন, 'সত্যি বলতে, আমি মনে করি ১৭০ রান এই উইকেটে আদর্শ স্কোর ছিল। ব্যাটিং করা খুব একটা সহজ ছিল না। ফিল্ডিংয়ে কিছু ভুলের জন্য আমরা বড় মূল্য চুকিয়েছি। যখন কেউ ১৭০ রান তাড়া করে, তখন ধীরে-সুস্থে ব্যাটিং করা যায়। কিন্তু, ২০ রান বেশি তাড়া করতে হলেই শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে হয়।'

Advertisment

গায়কোয়াড় আরও বলেছেন, 'পিচ একটু ধীরগতির হয়ে গিয়েছিল। নতুন বল পাঁচ ওভারের মাথাতেই থেমে যাচ্ছিল। আমি আমার শট খেলার চেষ্টা করেছি, কিন্তু সবসময় ঠিকমতো খেলতে পারিি। কিছু সময় লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে পরিকল্পনা বদলাতে হয়। তবে আমরা বড় ব্যবধানে হারিনি, মাত্র ৫০ রানে হেরেছি।'     

আরও পড়ুন- পরাজয়ের মধ্যেও ইতিহাস, সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহক মহেন্দ্র সিং ধোনি

যাইহোক, রুতুরাজের এই সব বক্তব্য চেন্নাইয়ের সমর্থকদের যথারীতি তুষ্ট করতে পারেনি। যদিও তাঁদের কাছে আশার কথা একটাই- সেটা হল যে, ইতিহাস বলছে এখনও আরসিবির বিরুদ্ধে সিএসকের দাপটই বেশি। দুই দলের মধ্যে হওয়া ৩৩টি ম্যাচের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে সব হারানোর মত পরিস্থিতি এখনও চেন্নাইয়ের জন্য তৈরি হয়নি। 

IPL CSK RCB Cricket News cricket