Advertisment

লিগ টেবিলে চারে উঠে এল বার্সা, মাঠে নেমে ফের চোট মেসির

গ্রানাদার কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। মঙ্গলবার রাতে তারা ভিয়ারিয়ালকে ২-১ হারিয়ে লিগ টেবিলে চারে উঠে আসল। কিন্তু মাঠে নেমে ফের চোট পেলেন মেসি।

author-image
IE Bangla Web Desk
New Update
Berca win but messi injured

লিগ টেবিলে চারে উঠে এল বার্সা, মাঠে নেমে ফের চোট মেসির (ছবি-টুইটার/এফসি বার্সেলোনা)

গ্রানাদার কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। মঙ্গলবার রাতে তারা ভিয়ারিয়ালকে ২-১ হারিয়ে লিগ টেবিলে চারে উঠে আসল। বার্সার হয়ে ম্যাচের ছ'মিনিটের মধ্য়েই গোলের খাতা খোলেন আঁতোয়া গ্রিজম্য়ান। আর ঠিক তার ন'মিনিটের মধ্য়ে আর্থার মেলো গোল করে স্কোরলাইন ২-০ করেন। বিরতির এক মিনিট আগে স্য়ান্টি কাজোর্লা ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন। এরপর আর ম্য়াচে কোনও গোল হয়নি।

Advertisment

কিন্তু এদিন বার্সা সমর্থকরা একই সঙ্গে হর্ষবিষাদ অনুভূতির সাক্ষী থাকলেন ন্যু ক্য়াম্পে। পেশির চোটের জন্য় মরসুমের শুরুটা প্রায় খেলতেই পারেননি লিওনেল মেসি। এদিন চোট সারিয়ে মাঠে নেমে ফের চোট পেলেন দলের প্রাণভোমরা।  দ্বিতীয়ার্ধে আউসমানে দেম্বেলের বদলে তাঁকে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। কিন্তু ফের থাইয়ের চোট পান ফিফা-র বর্ষসেরা ফুটবলার।

আরও পড়ুন: ফিফা বলল লিওনেল মেসিই ‘বেস্ট’

এদিন মেসি কেরিয়ারের ৪০০ নম্বর লা লিগা ম্য়াচে নেমেছিলেন। যদিও তাঁর চোট নিয়ে একেবারেই চিন্তিত নন বার্সা কোচ। তিনি বললেন, "মেসির কিছু হলে শুধু মাঠই গ্য়ালারিও স্তব্ধ হয়ে যায়। কিন্তু আমরা ওকে খেলানোর আর ঝুঁকি নিচ্ছি না। আমার মনে হয় এটা খুবই ছোট একটা চোট। দেখা যাক কী হয়।"

Football Barcelona Lionel Messi
Advertisment