Akash Deep Uses Virat Kohli's Bat to Smash Pat Cummins for a Stunning Six: গাব্বায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোমাঞ্চ। সেই রোমাঞ্চে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স আকাশ দীপের। বিরাট কোহলির ব্যাট ব্যবহার করে ছক্কা হাঁকালেন। সেই ছক্কার হিল্লোল উঠল গোটা গ্যালারিতে। আসলে প্রায় ফলো অন হজম করে ফেলার মুখ থেকে আকাশ দীপ দলকে বাঁচিয়ে দিয়েছেন।
শেষ উইকেটে জসপ্রীত বুমরার সঙ্গে ৩৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে ভারতকে ফলো অন তো বটেই সম্ভাব্য নিশ্চিত হারের হাত থেকেও রেহাই দিয়েছেন। আর কামিন্সকে থার্ড ম্যানের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকানোর সঙ্গে ফলো অনের ঘাটতি মিটিয়ে ফেলার পরেই ঘটল অনবদ্য ঘটনা।
সেই ওভারেই ফলো অন বাঁচিয়ে ফেলায় অনেকটাই ফুরফুরে ছিলেন বাংলার তারকা। তার প্রভাব পড়ল ব্যাটিংয়েও। ফলো অন বাঁচানোর ওভারেই কামিন্সের একটা শর্ট লেন্থের বল সোজা ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে ফেলে দেন। এমনিতে আকাশ দীপ কোহলির ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন। আর সেই ব্যাটে ভর করেই অবিশ্বাস্যভাবে ফলো অন বাঁচিয়ে দেওয়ায় জোরালো আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ব্যাট হাতে হিরো বাংলার আকাশ দীপ! হারের হাত থেকে বাঁচিয়ে নাচিয়ে দিলেন ড্রেসিংরুম, দেখুন ভিডিও
বিরাট কোহলির ব্যাট মানেই তো লেজেন্ডারি। কিংবদন্তি তুল্য বিষয়। ক্রিকেট দুনিয়া ভালোই জানে, কোহলির ব্যাটের মাহাত্ম্য। কোহলির ব্যাট মানেই যে নিখুঁত নির্ভুল টাইমিং, এবং অসাধারণ সমস্ত শৈল্পিক শট। আকাশ দীপ এই ব্যাটেই ছক্কা হাঁকিয়ে যেন সেই মাহাত্ম্য আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে গেলেন মঙ্গলবারের গাব্বায়।
Akash Deep makes sure India avoid the follow-on and then smashes Pat Cummins into the second level!#AUSvIND pic.twitter.com/HIu86M7BNW
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024
সোশ্যাল মিডিয়াতেও কোহলির ব্যাটে আকাশ দীপের এই ছক্কা হাঁকানো কাণ্ড নিয়ে আলোচনায় শোরগোল। অনেকেই বলছেন, কোহলির ব্যাটিং প্রতিভা যেন ভর করেছিল আকাশ দীপের সঙ্গে। অনেকে আবার আকাশ দীপের ব্যাটিং প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। কোহলিকেও দেখা যায় উড়ন্ত বলের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যেতে। সেই মুহূর্তের ভিডিও সঙ্গেসঙ্গেই ভাইরাল।
এমনিতে ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব রয়েছে। হার্দিক পান্ডিয়া টেস্টে খেলেন না। শার্দুল ঠাকুর জাতীয় দলের বৃত্তের বহু বাইরে। খানিকটা বাধ্য হয়েই এবার খেলাতে হচ্ছে নীতিশ রেড্ডিকে। তবে আকাশ দীপ যদি এভাবে ব্যাটিং প্রতিভার সাক্ষর রেখে যেতে পারে নিয়মিতভাবে, তাঁকেও শীঘ্রই অলরাউন্ডারদের ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে।