Border-Gavaskar Trophy 2024-25: Day 3 - KL Rahul, Ravindra Jadeja, and India's Tail-Enders Avoid Follow-On: ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের পুরো সময় ধরেই নজরে ছিল একটিই বিষয়। ভারত কি ফলো-অন বাঁচাতে পারবে? এই প্রশ্নই তাড়া করছিল পুরো ক্রিকেট মহলকে। গাব্বায় তৃতীয় দিনের শেষেই ৫২/৪ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ফলো অন বাঁচানোর জন্য তখনও ভারতের দরকার ছিল ৩৯৩ রান।
সেই অবস্থা থেকেই ভারতকে কোনওরকমে ফলো অন বাঁচিয়ে দিলেন রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস। এবং শেষদিকে জসপ্রীত বুমরা এবং আকাশ দীপের পার্টনারশিপ। মিচেল মার্শের অবিশ্বাস্য ক্যাচে রবীন্দ্র জাদেজা যখন প্যাভিলিয়নে ফিরলেন তখন গোটা গ্যালারিই নিশ্চিত ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফলো অন হজম করতে চলেছে দীর্ঘ ১১ বছর পর।
তবে এরপরেই টুইস্ট। জসপ্রীত বুমরাকে সঙ্গে নিয়ে ভারতকে ফলো অন বাঁচিয়ে দিলেন বাংলার আকাশ দীপ। মিচেল স্টার্ক, নাথান লিয়ন তো বটেই এমনকি প্যাট কামিন্স বারবার হাত ঘুরিয়েও শেষ উইকেট ফেলতে পারেননি। দুজনে এখনও ৩৯ রানের পার্টনারশিপ গড়ে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: কোহলিকে আউট করার ভিডিও পোস্ট! খোঁচায় খোঁচায় কিংবদন্তিকে রক্তাক্ত করলেন এবার বাংলার মুকেশ
সম্ভবত কেরিয়ারের সেরা ব্যাটিং করলেন বাংলার আকাশ দীপ। ৩১ বলে ২৭ রানে ব্যাট করছেন তিনি। ক্রিজের অন্য প্রান্তে থাকা জসপ্রীত বুমরা ২৭ বল খেলে ১০ রানে অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছেন। বুমরা একদিন আগেই সাংবাদিকদের মজার ছলে বলে দিয়েছিলেন, তাঁর ব্যাটিং দক্ষতা গুগল করে দেখে নেওয়া হোক। টেস্টে এক ওভারে সবথেকে বেশি রান তোলার রেকর্ড রয়েছে বুমরার পাশেই। কেন তিনিও ব্যাট হাতেও ভরসা করার মত দেখিয়ে দিলেন কয়েক ঘন্টা পরেই।
নিশ্চিত ফলো অনের মুখে দাঁড়িয়ে তিনি এবং আকাশ দীপ ভারতের সম্ভাব্য নিশ্চিত হার বাঁচিয়ে দিলেন। বুমরা ১০ রানের ইনিংসে একটি ছক্কাও হাঁকিয়ে দিয়েছেন। অন্যদিকে, আকাশ দীপ আবার দুটো বাউন্ডারির পাশাপাশি একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ফলো অন বাঁচানোর দিকে যতই এগিয়ে যাচ্ছিল ভারত ততই যেন গ্যালারিতে টেনশন গ্রাস করছিল।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 17, 2024
প্যাট কামিন্সের খাটো লেন্থের বল হালকা স্লাইড করে থার্ড ম্যানের ওপর দিয়ে আকাশ দীপ বাউন্ডারি হাঁকানোর সঙ্গেসঙ্গেই ভারতীয় ড্রেসিংরুমে উল্লাস শুরু হয়ে যায়। কোচ গম্ভীরের সঙ্গে ফিস্ট পাম্প করতে দেখা যায় কোহলিকেও। সেই ওভারেই প্যাট কামিন্সকে একটি ছক্কা হাঁকান বাংলার তারকা। সবমিলিয়ে নাটকীয়তা রয়েই গেল গাব্বায়।