Mukesh Kumar mocks Virat Kohli over his Brisbane Test failure with a bold Instagram post: ব্রিসবেন টেস্টে অত্যন্ত খারাপভাবে আউট হওয়ায় ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিরাট কোহলিকে উপহাস করলেন বোলার মুকেশ কুমার। ভারতীয় ফাস্ট বোলার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যা কোহলির ব্যাটিং গভীরতা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুকেশ স্টাম্প লাইনে বল করছেন, তাতেই আউট হচ্ছেন কোহলি। এটি চলতি বর্ডার-গাভাসকার ট্রফির আগে আয়োজিত ম্যাচ সিমুলেশনের ভিডিও। ভারত এ-এর হয়ে খেলার সময়, মুকেশ ওই বল করেন। বলটি অপ্রত্যাশিত বাউন্স করেছিল। তাতেই উইকেট হারাল কোহলি।
৩৬ বছর বয়সি তারকা ব্যাটারের ব্যাটে লেগে বল চলে গিয়েছিল স্লিপে ফিল্ডারের হাতে। কোহলিকে এই ভাবে আউট তিনি আগেও করেছেন বলেই দাবি মুকেশের। শুধু ওই ভিডিওই নয়। সঙ্গে আরও দুটি ভিডিও পোস্ট করেছেন বাংলার তারকা পেসার।
যার একটিতে তিনি ঋষভ পন্থকে বোল্ড করছেন। পন্থ লেগ সাইড দিয়ে বল ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু, বলটা স্টাম্পে লাগে। শেষ ভিডিওতে দেখা গিয়েছে, মুকেশের ইনস্যুইং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার প্যাডে গিয়ে লেগেছে। ওই সব ভিডিওর পাশাপাশি নিজের অস্ট্রেলিয়া সফরের কিছু ছবিও পোস্ট করেছেন মুকেশ।
মুকেশ বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় স্কোয়াডে ছিলেন। সফরকারী দলের রিজার্ভে ছিলেন। প্রথম দুই টেস্টে দলের সঙ্গেও ছিলেন। কিন্তু, টিম ম্যানেজমেন্ট চায় যে মুকেশ ঘরোয়া ক্রিকেট খেলুক। সেই জন্য তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ১০ জনে মাঠে নামতে বাধ্য হল অস্ট্রেলিয়া! গাব্বা টেস্টে চরম বিপর্যয়ে অজিরা
এরফলে মুকেশ বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। ৫০ ওভারের এই ম্যাচের টুর্নামেন্টে খেলবেন সফররত দলের দুই পেসার যশ দয়াল ও নভদীপ সাইনিও। সেসব হলেও কোহলিকে নিয়ে মুকেশের পোস্ট যথারীতি নেটিজেনদের মধ্য়ে আলোড়ন ফেলেছে।
কারণ, গাব্বা টেস্টেও বিরাট অফ স্ট্যাম্পের বাইরের বলে মারতে গিয়ে আউট হয়েছেন। জশ হ্যাজলউডের বলে তিনি মারতে গিয়েছিলেন। আর, তা পৌঁছে যায় উইকেটরক্ষক অ্যালেক্স কেরির কাছে। যথারীতি শুরু হয়েছে সমালোচনা। অনেক বিশেষজ্ঞই বলছেন, নতুন বোলারও জানেন যে কীভাবে কোহলিকে আউট করতে হয়।