Advertisment

Team India avoids follow-on: ফলো অন বাঁচিয়েও সেলিব্রেশন! ভারতকে লজ্জার অতলে ঠেলে দিল কোহলি-গম্ভীরদের উদযাপন

Day 4 Highlights of BGT 2024-25: ব্যাট হাতে হিরো বাংলার আকাশ দীপ! হারের হাত থেকে বাঁচিয়ে নাচিয়ে দিলেন পুরো ড্রেসিংরুম, উত্তাল কোহলি-গম্ভীররা। সিডনি, মেলবোর্নেই হবে সিরিজের ফয়সালা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India avoids follow on

Team India avoids follow on: ফলো অন বাঁচানোর পর ভারতের ড্রেসিংরুমে উল্লাস (টুইটার)

Border-Gavaskar Trophy 2024-25: Day 4 - KL Rahul, Ravindra Jadeja, and India's Tail-Enders Avoid Follow-On: ভারত যেন জেল থেকে মুক্তি পেল। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে হেড কোচ গৌতম গম্ভীরের মুখে অভিব্যক্তি থেকেই স্পষ্ট ফলো অন বাঁচানোর জন্য কতটা উদগ্রীব ছিল টিম ইন্ডিয়া। সিরিজে ১-১ অবস্থায় খেলতে নেমে ভারত বোলিং দুর্গতি এবং তারপর ব্যাটিং বিপর্যয়ের দৌলতে ফলো অনের মুখে পড়েছিল।

Advertisment

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের পুরো সময় ধরেই নজরে ছিল একটিই বিষয়। ভারত কি ফলো-অন বাঁচাতে পারবে? এই প্রশ্নই তাড়া করছিল পুরো ক্রিকেট মহলকে। গাব্বায় তৃতীয় দিনের শেষেই ৫২/৪ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ফলো অন বাঁচানোর জন্য তখনও ভারতের দরকার ছিল ১৯৪ রান। সেই অবস্থা থেকেই ভারতকে কোনওরকমে ফলো অন বাঁচিয়ে দিল রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস। এবং শেষদিকে জসপ্রীত বুমরা এবং আকাশ দীপের পার্টনারশিপ।

মিচেল মার্শের অবিশ্বাস্য ক্যাচে রবীন্দ্র জাদেজা যখন প্যাভিলিয়নে ফিরলেন তখন গোটা গ্যালারিই নিশ্চিত ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফলো অন হজম করতে চলেছে দীর্ঘ ১১ বছর পর। তবে এরপরেই টুইস্ট। জসপ্রীত বুমরাকে সঙ্গে নিয়ে ভারতকে ফলো অন বাঁচিয়ে দিলেন বাংলার আকাশ দীপ।

আরও পড়ুন: কোহলির ব্যাটেই ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ছন্নছাড়া, বাংলার আকাশ দীপের তাণ্ডবে কাঁপল গাব্বা, দেখুন ভিডিও

Advertisment

মিচেল স্টার্ক, নাথান লিয়ন তো বটেই এমনকি প্যাট কামিন্স বারবার হাত ঘুরিয়েও শেষ উইকেট ফেলতে পারেননি। দুজনে এখনও ৩৯ রানের পার্টনারশিপ গড়ে অপরাজিত রয়েছেন। সম্ভবত কেরিয়ারের সেরা ব্যাটিং করলেন বাংলার আকাশ দীপ। ৩১ বলে ২৭ রানে ব্যাট করছেন তিনি। ক্রিজের অন্য প্রান্তে থাকা জসপ্রীত বুমরা ২৭ বল খেলে ১০ রানে অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছেন।

বুমরা একদিন আগেই সাংবাদিকদের মজার ছলে বলে দিয়েছিলেন, তাঁর ব্যাটিং দক্ষতা গুগল করে দেখে নেওয়া হোক। টেস্টে এক ওভারে সবথেকে বেশি রান তোলার রেকর্ড রয়েছে বুমরার পাশেই। কেন তিনিও ব্যাট হাতেও ভরসা করার মত দেখিয়ে দিলেন কয়েক ঘন্টা পরেই। নিশ্চিত ফলো অনের মুখে দাঁড়িয়ে তিনি এবং আকাশ দীপ ভারতের সম্ভাব্য নিশ্চিত হার বাঁচিয়ে দিলেন।

বুমরা ১০ রানের ইনিংসে একটি ছক্কাও হাঁকিয়ে দিয়েছেন। অন্যদিকে, আকাশ দীপ আবার দুটো বাউন্ডারির পাশাপাশি একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ফলো অন বাঁচানোর দিকে যতই এগিয়ে যাচ্ছিল ভারত ততই যেন গ্যালারিতে টেনশন গ্রাস করছিল।

প্যাট কামিন্সের খাটো লেন্থের বল হালকা স্লাইড করে থার্ড ম্যানের ওপর দিয়ে আকাশ দীপ বাউন্ডারি হাঁকানোর সঙ্গেসঙ্গেই ভারতীয় ড্রেসিংরুমে উল্লাস শুরু হয়ে যায়। কোচ গম্ভীরের সঙ্গে ফিস্ট পাম্প করতে দেখা যায় কোহলিকেও।

ভারতীয় ড্রেসিংরুমের এই উল্লাস আবার সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের আড়াআড়িভাবে ভাগ করে দিয়েছে। এক দল সঙ্গেসঙ্গেই প্ৰশ্ন তুলেছে, গত দুটো বিজিটি সিরিজ জয়ীদের দুরবস্থা এতটাই যে ফলো অন বাঁচানো রীতিমত উদযাপন করতে হচ্ছে। কোচ গম্ভীর কি নিজের মানদণ্ড এতটাই নামিয়ে দিলেন?

অন্যদিকে, এক দলের যুক্তি, এই সেলিব্রেশন একটুও দৃষ্টিকটু নয়। এবার সিরিজের সূচি এমনভাবেই সাজানো হয়েছিল যাতে ভারত তৃতীয় টেস্ট শেষের সময়েই পিছিয়ে থাকে। গতিময় পারথের পর সুপার ফাস্ট এডিলেড এবং তারপর ব্রিসবেনের বাউন্সি ট্র্যাক! ফলো অন বাঁচানোর অর্থ ভারত ব্রিসবেন টেস্ট বাঁচিয়ে ফেলতে সমর্থ হয়েছে হারের মুখ থেকে।

অর্থাৎ মেলবোর্ন, সিডনির অপেক্ষাকৃত সহজ ট্র্যাকে খেলতে নামার আগে ভারত সিরিজে ১-১ সমতা ধরে রাখতে সমর্থ হয়েছে। নাটকীয় এই ব্রিসবেন টেস্ট কোন দিকে গড়ায় বুধবার, সেদিকেই আপাতত নজর সকলের।

Cricket Australia Australia Team India Team-India Border-Gavaskar Trophy Virat Kohli Gautam Gambhir Indian Cricket Team Team India India Cricket Team Australia Cricket Team
Advertisment