আইপিএল অভিযান শেষ হয়ে গেল ভুবনেশ্বর কুমারের। চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। সানরাইজার্স এর পক্ষ থেকে মঙ্গলবারই কনফার্ম করে দেওয়া হল তারকা পেসারের চোট পেয়ে ছিটকে যাওয়ার বিষয়ে।
গত সপ্তাহেই সিএসকের বিরুদ্ধে উরুর পেশিতে চোট পেয়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে এদিনই সানরাইজার্স হায়দরাবাদ বাঁ হাতি ফাস্ট বোলার পৃথ্বী রাজ ইয়ারার নাম ঘোষণা করে দিল।
আরো পড়ুন: হরভজন, পাঠানের জোড়া আক্রমণ ধোনিকে, বেনজির অপমানে বিদ্ধ মহাতারকা
সিএসকের বিপক্ষে শেষ ওভার ফিনিশ করতে পারেননি ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদের জার্সিতে চারটে ম্যাচ খেলে তিনটে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সানরাইজার্স এর বোলিং বিভাগ শক্তিশালী হলেও ভুবনেশ্বরের ছিটকে যাওয়া বেশ বড় ধাক্কা। সিএসকের বিপক্ষে সেই ম্যাচে সানরাইজার্স জিতলেও ভুবিকে বাইরে রেখে পরের ম্যাচেই হেরে বসে তারা। প্লে অফে দৌড়ে ভুবনেশ্বরের অনুপস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে, এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল।
ভুবনেশ্বর কুমার বরাবরই চোট প্রবণ। দুই মরশুম আগে ২০১৮ সালে পিঠে চোটের কারণে পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। সেই বছরেই ভারতের ইংল্যান্ড সফরে তৃতীয় টি২০ এবং প্রথম দুই ওডিআই ম্যাচ খেলতে পারেননি। পাঁচ টেস্টের সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসতে হয় তাঁকে।
পুরোপুরি ১০০ শতাংশ ফিট না হওয়া সত্ত্বেও ভুবনেশ্বর কুমারকে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে রাখা হয়েছিল ২০১৮-১৯ এর শেষের দিকে। বিশ্বকাপেও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগেছিলেন তিনি। তিনটে ম্যাচে নামতেও পারেননি। গত দুই তিন বছর ধরেই নিয়মিত চোটের কবলে পড়ছেন তিনি।
ঘটনা চক্রে পৃথ্বী রাজ ইয়ারা গত বছর কেকেআর স্কোয়াডে ছিলেন অভিষেক ঘটান হায়দরাবাদের বিরুদ্ধেই। তিনি ভুবনেশ্বরের অভাব পূরণ করতে পারেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন