ভুবি ফিট, নামছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন ভুবনেশ্বর কুমার। মাঠে নামতে প্রস্তুত তিনি। টুইট করে জানিয়ে দিল বিসিসিআই। টিম ইন্ডিয়ার পেসার সম্প্রতি পিঠের ব্যথায় ভুগছিলেন। এখন তিনি সুস্থ হয়ে গিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhuvneshwar Kumar

ভুবি ফিট, নামছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন ভুবনেশ্বর কুমার। মাঠে নামতে প্রস্তুত তিনি। টুইট করে জানিয়ে দিল বিসিসিআই। টিম ইন্ডিয়ার পেসার সম্প্রতি পিঠের ব্যথায় ভুগছিলেন। ইংল্যন্ড বনাম ইন্ডিয়ার চলতি টেস্ট সিরিজ থেকেও এই কারণে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন তিনি। সেখানেই বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠেন তিনি। ফের একবার বাইশ গজে ঝলসাতে প্রস্তুত ভুবি।

Advertisment

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা টুইট বিবৃতিতে জানিয়েছে, “ভুবনেশ্বর কুমার এখন পুুরো ফিট। ইন্ডিয়া ’এ’ দলের হয়ে চলতি চর্তুদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে নামবে সে।” আগামিকাল আলুরে হবে এই ম্যাচ। আর এটাই হতে চলেছে ভুবির প্রত্যাবর্তনের মঞ্চ। ভুবিকে বাদ দিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন চতুর্থ ও পঞ্চম তথা শেষ টেস্টের জন্য দল বেছে নিয়েছে জাতীয় দলের নির্বাচকরা। টেস্ট সিরিজে ফেরা না-হলেও, এটা বলাই যায় আসন্ন এশিয়া কাপে খেলবেন ভুবি।

Advertisment

আরও পড়ুন: ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান, দেখে নিন এশিয়া কাপের সম্পূর্ণ সূচি

গতবার ২০১৬-তে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। সেবার টি-২০ ফর্ম্যাটে খেলা হয়েছিল। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজক দেশ বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এশিয়া কাপে ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হয়। গতবার টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হয়েছিল। এবার পঞ্চাশ ওভারের খেলা।