scorecardresearch

বড় খবর

কেরিয়ার প্রায় শেষ, ছয় মাস মাঠের বাইরে ভুবনেশ্বর কুমার

ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমার চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম টেস্টের পর হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও।

কেরিয়ার প্রায় শেষ, ছয় মাস মাঠের বাইরে ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমারের জন্য বড় ধাক্কা। চোট সারাতে মাঠে ফিরতে তারকা পেসারের ছয় মাস লাগবে। এমনটাই জানিয়ে দিলেন বোর্ডের এক শীর্ষকর্তা। আইপিএলে খেলার সময় উরুর পেশিতে চোট পেয়েছিলেন। আইপিএল তো বটেই চলতি অস্ট্রেলিয়া সফরেও আসতে পারেননি তিনি। এবার জানা গেল, আপাতত সামনের কয়েক মাস কোনোভাবেই ক্রিকেটে ফিরতে পারবেন না তিনি।

তাঁকে ফের একবার বল হাতে আসন্ন আইপিএলেই। সংবাদসংস্থাকে এমনই আপডেট দিলেন বোর্ডের এক কর্তা। বর্তমানে এনসিএ-তে রিহ্যাব করছেন। সংবাদসংস্থাকে সেই কর্তা বলে দিয়েছেন, “ভুবনেশ্বর কুমার ছয় মাস ক্রিকেট থেকে ছিটকে যাওয়ায়। আইপিএলে দেখা যেতে পারে ওঁকে।

আরো পড়ুন: বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন, তিনিই এবার ভারতের নির্বাচক প্রধান

জানুয়ারির ১০ তারিখ থেকেই শুরু হচ্ছে ঘরোয়া টি২০ লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেখানে উত্তরপ্রদেশ স্কোয়াডে নাম রাখা হয়েছিল তারকা পেসারের। পরিবর্তিত পরিস্থিতিতে ভুবির বিকল্প খুঁজতে হবে উত্তরপ্রদেশকে।

এপ্রিল থেকেই ১৪তম আইপিএলের আসর বসার কথা। তার আগে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ খেলবে টিম কোহলি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় বোলাররা সমস্যায় রয়েছে। ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমার চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম টেস্টের পর হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও। সীমিত ওভারের ক্রিকেটে বারবারই ভুবির অভাব অনুভূত হয়েছে।

যাইহোক, গত কয়েক মরশুম ধরেই চোট আঘাতে জর্জরিত ভুবনেশ্বর কুমার। এবারে চোটের ধাক্কা কাটিয়ে আইপিএলে সানরাইজার্স এর জার্সিটে স্বমহিমায় ফিরতে পারেন কিনা, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bhuvneshwar kumar ruled out for six months will return in ipl