Advertisment

এশিয়া কাপের আগে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ায়! ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা

বেনজির আঘাতে ছিন্নভিন্ন ভারতীয় দল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শ্রীলঙ্কা এবং পাকিস্তানে যুগ্মভাবে এবার এশিয়া কাপের আসর বসছে। ৩১ অগাস্ট থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। মাত্র চারটে ম্যাচ খেলা হবে পাকিস্তানে। বাকি নয় ম্যাচের আয়োজক দেশ শ্রীলঙ্কা। ভারত এশিয়া কাপের জন্য পাকিস্তান যাবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল বিসিসিআই। ভারতের সমস্ত ম্যাচ আয়োজিত হবে শ্রীলঙ্কায়।

Advertisment

এশিয়া কাপ আসলে অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট হতে চলেছে। ভারতীয় দল নিজেদের শক্তি যাচাই করে নেবে এশিয়া কাপে। বর্তমানে জাতীয় দলের একাধিক তারকা চোট-আঘাতে বিপর্যস্ত। কেএল রাহুল যেমন। বর্তমানে চোট সারিয়ে রাহুল আপাতত এনসিএ-তে রিহ্যাবে ব্যস্ত।

তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের আগে মোটেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন না তারকা ব্যাটার। শ্রেয়স আইয়ার কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। শ্রেয়স, রাহুলের মত তরুণ তুর্কিরা এশিয়া কাপে খেলতে না পারলে তা ভারতের কাছে ধাক্কা হিসাবেই বিবেচিত হবে।

গত মে মাসে আইপিএলে আরসিবির বিপক্ষে খেলার সময় উরুতে চোট পান লখনৌ সুপার জায়ান্টস ক্যাপ্টেন রাহুল। তারপরেই অস্ত্রোপচার করতে হয় তাঁকে। অস্ত্রোপচারের পর আপাতত এনসিএ-তেই দিন গুজরান করছেন তিনি। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল ছাড়াও জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ বহুদিন ক্রিকেটের বাইরে। বিশ্বকাপে দুজনকে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

যদিও বোর্ডের সূত্র অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট আগামী অগাস্টে আয়ারল্যান্ড সিরিজে বুমরাকে রেখে দল গড়তে চায়। জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বুমরা এখন মাত্র ৭০ শতাংশ ফিট। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর ক্রিকেটের বাইরে। কবে তিনি ফিরবেন, কোনও তথ্য জানা যায়নি। যদিও ভারতীয় বোর্ডের তরফে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে পন্থকে যাতে দ্রুত ফিট করে তোলা সম্ভব হয়।

Read the full article in HINDI

Rishabh Pant Asia Cup KL Rahul Indian Cricket Team Jasprit Bumrah Shreyas Iyer
Advertisment