Indian squad for ODI: বাদ পড়লেন ১০ জন খেলোয়াড়। দলে ঢুকলেন কোহলি, রোহিত, জয়সওয়ালরা। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে টিম ইন্ডিয়ায় বড়সড় রদবদল ঘটালেন বিসিসিআই নির্বাচকরা। ৬ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেই সিরিজের জন্য স্কোয়াড বাছাই করা হয়েছে। টি২০ সিরিজের মাত্র ৬ জন খেলোয়াড়কে রাখা হয়েছে স্কোয়াডে। তবে, স্কোয়াডে রাখা হলেও তাঁরা প্রথম একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত নয়।
টি২০ সিরিজে ব্যাপক পারফরম্যান্স করে জয়ের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দিকে মনোযোগ দিয়েছে ভারত। আসন্ন সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সেই ওডিআই সিরিজের জন্য যে ভারতীয় দল বাছাই করা হয়েছে, তার সঙ্গে সদ্য টি২০ সিরিজ বিজয়ী ভারতীয় দলের আকাশ-পাতাল তফাত। একদিনের দলে রাখা হয়েছে- বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ ও কুলদীপ যাদবের মত প্রথমসারির ৯ খেলোয়াড়কে। এঁরা কেউ টি২০ সিরিজে ছিলেন না। কোহলি ও রোহিত তো আগেই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। কিন্তু, বাকিরা নেননি। তারপরও তাঁরা টি২০ সিরিজে জায়গা পাননি। তবে, ওডিআই স্কোয়াডে টি২০ স্কোয়াড থেকে ৬ জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে আছেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
টি২০ সিরিজে না থাকা যাঁরা একদিনের স্কোয়াডে ঢুকলেন, সেই খেলোয়াড়রা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, কেএল রাহুল, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার। টি২০ স্কোয়াডে ছিলেন কিন্তু, একদিনের সিরিজ থেকে বাদ পড়লেন- সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, শিবম দুবে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল। টি২০ সিরিজেও ছিলেন আবার একদিনের স্কোয়াডেও স্থান পেলেন, এমন খেলোয়াড়রা হলেন- মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।
একদিনের সিরিজে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে পারেন রোহিত শর্মা। গিলকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। বিরাট কোহলি থাকবেন তিন নম্বরে। ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ স্থানে আসবেন শ্রেয়স আইয়ার, কেএল রাহুল ও ঋষভ পন্থ। তবে, কেএল রাহুল উইকেটকিপিং করতে পারেন। তাই পন্থের প্রথম একাদশে স্থান এখনও অনিশ্চিত। কিন্তু, প্লেয়িং ইলেভেনে একজন বাঁ-হাতি ব্যাটসম্যান লাগলে পন্থ থাকতে পারেন। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের মধ্যে কাকে দলে নেওয়া হবে, সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কুলদীপের সঙ্গে অর্শদীপ সিং ও মহম্মদ শামির খেলাও প্রায় নিশ্চিত।
আরও পড়ুন- কেকেআরের এই তারকাকে নেওয়া হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে! মুখ খুলে সুর চড়ালেন এবার অশ্বিন
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা।