Advertisment

বিরাট কি আদৌ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারবেন?

হাতে আর তিন দিন। আর তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। কিন্তু মেগা ম্যাচের ৭২ ঘণ্টা আগেই রবি শাস্ত্রীর কপালে চিন্তার ভাঁজ। বলা ভাল চিন্তায় আপামর ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
World Cup 2019, India vs New Zealand semifinal: Whoever handles pressure will come out on top, says Kohli

কোহলি বলছেন ভারত আত্মবিশ্বাসী, বলে দিলেন কোন উইকেটের জন্য় ভারত ঝাঁপাবেন (এক্সপ্রেস ছবি)

ICC Cricket World Cup 2019: হাতে আর তিন দিন। আর তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। কিন্তু মেগা ম্যাচের ৭২ ঘণ্টা আগেই রবি শাস্ত্রীর কপালে চিন্তার ভাঁজ। বলা ভাল চিন্তায় আপামর ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। বিরাট কোহলির আঙুলের চোটেই ঘুম উড়েছে সবার। শনিবার সাউদ্যাম্পটনের এগিজ বোলে প্র্যাকটিস করার সময় বুড়ো আঙুলে চোট পান বিরাট।

Advertisment

এখনও বোঝা যাচ্ছে না যে, তিনি ব্যাটিং করার সময় নাকি ফিল্ডিংয়ে চোট পেলেন। কিন্তু বিরাট তাঁর আঙুল নিয়ে ভুগছেন সেটা স্পষ্ট। দলের ফিজিও প্র্যাটিক ফারহার্ট দীর্ঘক্ষণ বিরাটকে নিয়ে নেটে ছিলেন। শুধু স্প্রেই দেননি তিনি। বিরাটকে দেখা যায় গ্লাস ভর্তি বরফ জলে আঙুল চুবিয়ে রাখতে। এই অবস্থাতেই মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন: ব্যাটিং ছেড়ে অনুশীলনে অন্য ভূমিকায় বিরাট, চমকে উঠল বিশ্বক্রিকেট

বিরাটের চোটের প্রসঙ্গে কোনও আপডেট পাওয়া যায়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে। এমনটা অনুমান করা হচ্ছে যে, বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নাও নামতে পারেন। কেউ কেউ মনে করছেন বিরাটকে এই টুর্নামেন্টে ভোগাতে পারে আঙুলের চোট। এটা বলে দেওয়ার দরকার নেই যে, বিরাটের বিকল্প বিরাট নিজেই। ফলে তাঁর পরিবর্তে অন্য় কারোর কথা ভাবাও প্রায় অসম্ভব। বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্যান বিরাটই ভারত অধিনায়ক। তিনি দলের সুপারস্টার। বিরাট সুস্থ হওয়া না-পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারবে না।

প্র্যাকটিসে বিরাটকে অন্য রূপেই পাওয়া গিয়েছিল। জাতীয় দলের জার্সিতে তাঁকে অতীতে মিডিয়াম পেস করতে দেখা গিয়েছে। কিন্তু চলতি বিশ্বকাপে নিজেকে স্পিনার হিসেবেও দুনিয়ার কাছে তুলে ধরতে পারেন কোহলি। বোর্ডের পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, সেখানেই দেখা গিয়েছে, কোহলি রান আপ এবং অ্যাকশন পরিবর্তন করে স্পিন বোলিং করছেন।
India Virat Kohli Cricket World Cup
Advertisment