Vaibhav Suryavanshi Cash Prize: এক সেঞ্চুরিতেই 'লক্ষ্মীর ভাণ্ডার', বৈভবকে লাখ-লাখ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Nitish Kumar Bihar chief minister: সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি লিখেছেন, 'আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ (১৪ বছর) ক্রিকেটার হিসেবে শতরান করেছে বৈভব সূর্যবংশী।'

Nitish Kumar Bihar chief minister: সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি লিখেছেন, 'আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ (১৪ বছর) ক্রিকেটার হিসেবে শতরান করেছে বৈভব সূর্যবংশী।'

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi Rajasthan Royals

রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) এক রত্ন খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট। ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী সোমবার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের (Vaibhav Suryavanshi vs Gujarat Titans) বিরুদ্ধে একটি ঐতিহাসিক শতরান করেছেন। এই সেঞ্চুরির পর গোটা দেশজুড়ে আপাতত শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ইতিমধ্য়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar Bihar chief minister) এই তরুণ ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে বিহার সরকারের পক্ষ থেকে বৈভবকে ১০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, রাজস্থান রয়্যালসের এই তরুণ ক্রিকেটার যে কৃতিত্ব অর্জন করেছেন, তা গোটা বিহারকে গৌরবান্বিত করেছে।

Advertisment

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি লিখেছেন, 'আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ (১৪ বছর) ক্রিকেটার হিসেবে শতরান করেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi Century)। এজন্য আমি আন্তরিক অভিবাদন জানাই। ও নিজের পরিশ্রম এবং প্রতিভার জোরে ভারতীয় ক্রিকেটকে আশার আলো দেখিয়েছে। প্রত্যেকেই ওর জন্য গর্বিত। ২০২৪ সালে বৈভবের বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনই আমি বৈভবের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছিলাম।'

Vaibhav Suryavanshi Education: একরত্তি বয়সেই 'ধামাকা', কোন ক্লাসে পড়াশোনা করেন বৈভব?

Advertisment

এই টুইটে তিনি আরও লিখেছেন, 'আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। শুভেচ্ছা জানিয়েছি। বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। আশা করি, আগামীদিনে বৈভব ভারতীয় ক্রিকেট এক নয়া কীর্তি কায়েম করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে।' কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানও এই তরুণ ক্রিকেটারের প্রশংসা করেন এবং এই ইনিংসটাকে তিনি 'শুভ সূচনা' বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনিও বৈভবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জয়পুরে ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিহারের বাসিন্দা বৈভব সূর্যবংশী জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ৩৫ বলে শতরান করেন। আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। যদিও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই দ্রুততম। বৈভবের ১০১ রানের দৌলতেই রাজস্থান রয়্যালস এই ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে।

Nitish Kumar Gujarat Titans Vaibhav Suryavanshi IPL 2025