Advertisment

অশ্বিনকে হিন্দিতে প্ল্যানিং! মাঠেই কোহলির ভাষা পড়ে ফেলল অজি ব্যাটসম্যান, রইল বিব্রতকর ভিডিও

হিন্দি বলে যে এভাবে মাঠেই অপদস্থ হবেন কোহলি, ভাবতে পারেননি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ঋষভ পন্থ নেই। উইকেটের পিছন থেকে ক্রমাগত কিচিরমিচিরও ভেসে আসছে না। তবে পন্থের অনুপস্থিতি অনেকটাই ভুলিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। ক্রমাগত প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ বজায় রেখে চলেছেন তিনি।

Advertisment

অস্ট্রেলিয়া ইনিংসের ২৯ তম ওভারের ঘটনা। সেই সময় অস্ট্রেলিয়া ১০০/৩। উইকেটে ব্যাটিং করছিলেন উসমান খোয়াজা এবং ট্র্যাভিস হেড। সেই সময় স্ট্যাম্প মাইকে শোনা গেল কোহলি অশ্বিনকে হিন্দিতে বলছেন, "ইয়ে বল মার রাহা থা ইয়ে।" হিন্দিতে অশ্বিনের সঙ্গে কথা বলেই কোহলি বুঝতে পারেন পাক বংশোদ্ভূত উসমান খোয়াজা হিন্দি ভালোভাবেই বুঝতে পারেন। তা উপলব্ধি করেই কোহলি হাসিতে ফেটে পড়েন।

প্ৰথমে ব্যাট করতে নেমে গোটা দিনও ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া। তৃতীয় সেশনে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অজিরা। অস্ট্রেলীয়দের টানলেন একা উসমান খোয়াজা (৮১) এবং পিটার হ্যান্ডসকম্ব (৭২)। শেষদিকে প্যাট কামিন্স ব্যাট হাতে ৩৩ করে দলকে আড়াইশোর গন্ডি পের করিয়ে দেন। ভারতের হয়ে সফলতম বোলার মহম্মদ শামি। চারটে উইকেট দখল করেন তিনি। তিনটে করে উইকেট নেন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

Read the full article in ENGLISH

Ravindra Jadeja Virat Kohli
Advertisment