Advertisment

টানা-হ্যাঁচড়ায় ক্ষতবিক্ষত সমর্থক! মারের হাত থেকে বাঁচিয়ে মাঠেই হৃদয় জিতলেন শামি, দেখুন ভিডিও

দিল্লিতে দিল জিতলেন মহম্মদ শামি, হৃদয় গলল সকলের, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলায় সামান্য বিঘ্ন ঘটল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক অত্যুৎসাহী দর্শক ব্যারিকেড টপকে মাঠে নেমে পড়েন। তবে পিচের মধ্যে পৌঁছনোর আগেই নিরাপত্তাকর্মীরা পাকড়াও করে ফেলেন তাঁকে।

Advertisment

টেনে হিঁচড়ে সেই সমর্থককে নিয়ে যাচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা। এতেই হস্তক্ষেপ করেন মহম্মদ শামি। টুইটারে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছেন শামি। তারপরে সেই ফ্যানের সঙ্গে কথা বলে তাঁকে এসকর্ট করে স্টেডিয়ামে পৌঁছে দেন তারকা পেসার।

তার আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। নাগপুর টেস্টে হারের পর অজিরা প্রথম একাদশে জোড়া বদল ঘটিয়েছে। ম্যাট রেনশ এবং স্কট বোল্যান্ডকে বসিয়ে অস্ট্রেলিয়া নামিয়ে দেয় ট্র্যাভিস হেড এবং ম্যাথু কুহনেম্যানকে। ভারতের একাদশে শ্রেয়স আইয়ার ফিরতেই বাদ পড়েছেন সূর্যকুমার যাদব।

প্ৰথমে ব্যাট করতে নেমে গোটা দিনও ব্যাট করতে পারল না অস্ট্রেলিয়া। তৃতীয় সেশনে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অজিরা। অস্ট্রেলীয়দের টানলেন একা উসমান খোয়াজা (৮১) এবং পিটার হ্যান্ডসকম্ব (৭২)। শেষদিকে প্যাট কামিন্স ব্যাট হাতে ৩৩ করে দলকে আড়াইশোর গন্ডি পের করিয়ে দেন। ভারতের হয়ে সফলতম বোলার মহম্মদ শামি। চারটে উইকেট দখল করেন তিনি। তিনটে করে উইকেট নেন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন: স্বপ্নের ক্যাচে মনে পড়ালেন জন্টিকে! দিল্লিতে অজিদের সামনে বাজপাখি হলেন KL, রইল ভিডিও

কোটলায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবে করে অস্ট্রেলিয়া। প্রথম ঘন্টায় উইকেট না খুঁইয়ে ১৩ ওভারে ৩৭ রান যোগ করেন ওয়ার্নার-খোয়াজা। তবে জুটিতে হাফসেঞ্চুরি করার পরেই ওয়ার্নার শামির এক রাইজিং ডেলিভারিতে উইকেটের পিছনে ক্যাচ তুলে বিদায় নেন।

সপ্তম ওভারেই অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত শর্মা। খোয়াজা তারকা অফস্পিনারের ভালোই মোকাবিলা করছিলেন। স্মিথ আউট হয়ে যাওয়ার পর লাবুশানেকে নিয়ে দ্বিতীয় উইকেটে খোয়াজা ৪১ রান যোগ করে যান। খোয়াজাকে ফেরাতে না পারলেও অশ্বিন অজি ইনিংসে ধাক্কা দেন ২৩ তম ওভারে লাবুশানেকে ফিরিয়ে। প্ৰথমে আম্পায়ার আউট না দিলেও ডিআরএসের শরণাপন্ন হয় টিম ইন্ডিয়া। তারপরেই রিভিউয়ে ফিরতে হয় মার্নাস লাবুশানেকে।

লাবুশানেকে ফেরানোর দুই বল পরেই স্টিভ স্মিথকে ফেরান অশ্বিন। অশ্বিনের বলে ব্যাটের কানায় লেগে শ্রীকর ভরতের হাতে ক্যাচ তুলে বিদায় নেন স্মিথ। যাইহোক, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তৃতীয় সেশনে অলআউট হয় ২৬৩ রানে। মহম্মদ শামি চার উইকেট নেন। জাদেজা এবং অশ্বিন দুজনেরই শিকার তিনটে করে। ভারত দিনের শেষে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ তুলেছে। কেএল রাহুল এবং রোহিত শর্মা ব্যাট করছেন ক্রিজে। ভারত এখনও পিছিয়ে ২৪২ রানে।

Read the full article in ENGLISH

Mohammed Shami Indian Cricket Team
Advertisment