scorecardresearch

বড় খবর

হারের পর অস্ট্রেলিয়া ফের ‘মুরগি’! অজিদের প্ল্যানিংয়ে বিরাট জল ঢেলে দিল ভারত

এভাবে অস্ট্রেলিয়াকে যে বোকা বানাবে ভারত, ভাবা যায়নি

হারের পর অস্ট্রেলিয়া ফের ‘মুরগি’! অজিদের প্ল্যানিংয়ে বিরাট জল ঢেলে দিল ভারত

ভারত সফরে প্ৰথম টেস্টেই শোচনীয় হার হজম করতে হয়েছে। বিপর্যয় কাটিয়ে উঠতে অস্ট্রেলিয়া চেয়েছিল নাগপুরের পিচে টেস্ট শেষ হয়ে যাওয়ার পর অনুশীলন করে নিজেদের বাকি টেস্টের জন্য তৈরি রাখতে।

তবে অস্ট্রেলিয়া পরিকল্পনায় জল ঢেলে দিল বিদর্ভ ক্রিকেট সংস্থার পিচ কিউরেটর। ম্যাচ শেষ হতেই কিউরেটর অজিদের প্ল্যান বুঝতে পেরে সঙ্গেসঙ্গেই জল ঢেলে পিচ রোল করে দেন। এমনটাই জানিয়েছে, ক্রিকেট.কম.এইউ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, “ভারত তিন দিনের মধ্যেই ম্যাচ খতম করে দেওয়ার পর অজিরা বেরিয়ে যেতেই ভিসিএ মাঠকর্মীদের একজনকে দেখা যায় জল ঢেলে দিতে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল অনুরোধ করেছিল পরের দিন নাগপুরের পিচেই অনুশীলন করতে অনুমতি দেওয়ার জন্য। তবে ম্যাচ শেষে র পরেই পিচে জল ঢেলে দেওয়া কিছুটা অস্বাভাবিক।”

আরও পড়ুন: টেনিস বলের ক্রিকেটে ফুটবল-ক্যাচ! তোলপাড় ফেলা অবিশ্বাস্য ক্যাচে স্তম্ভিত শচীন- ভন, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড সেন রেডিও স্টেশনে জানিয়েছেন, ম্যাচ শেষের পরের দিন অনুশীলন করার প্ল্যানিং ছিল তাঁদের। ম্যাচ হারের পর অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স আক্ষেপ করেন প্ৰথম ইনিংসে ১৭৭ রানের বেশি তুলতে না পারায়। প্যাট কামিন্স ভারতের কাছে হারের পর বলে দেন, “স্পিনারদের মোকাবিলা করা সবসময় কঠিন কাজ। উইকেটে বল ঘুরছিল প্ৰথম ইনিংসে। তবে আনপ্লেয়েবল মোটেই ছিল না। আমাদের অন্তত আরও একশো রান যোগ করা উচিত ছিল ফার্স্ট ইনিংসে। এতে ওঁদের ওপর চাপ রাখা যেত। বল হাতে টড মার্ফি দারুণ খেলল।” পরের সপ্তাহে নতুন দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy 2023 ind vs aus nagpur pitch curator throws cold water in aussie preparation