/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/rohit-jadeja.jpg)
ভারত: ১০৯/১০
অস্ট্রেলিয়া: ১৯৭/১০
প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ের সৌজন্যে ভারত অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া দিনের শেষে চার উইকেট হারিয়ে তুলেছিল ১৫৬। ভারতের থেকে অজিরা প্ৰথম দিনের শেষে লিড নিয়েছিল ৪৭ রানে।
সেই লিড অবশ্য বেশিদূর টানতে পারেনি অজিরা। দ্বিতীয় দিন শুরুর সেশনেই অস্ট্রেলিয়া বাকি হাফডজন উইকেট হারিয়ে ফেলে স্কোরবোর্ডে মাত্র ৪১ রান যোগ করার ফাঁকে। গতকাল চারটে উইকেটই নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ফার্স্ট সেশনে দুর্ধর্ষ বোলিং করে যান উমেশ যাদব। ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, টড মার্ফিকে ফিরিয়ে তিন উইকেট দখল করেন। অশ্বিনও তিন উইকেট নেন। ৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে আপাতত ভারত।
তবে বিতর্কহীন এমন ইন্দোর টেস্টেই নতুন আলোচনার জন্ম দিয়ে গেলেন রোহিত শর্মা। সরাসরি গালাগালি দিয়ে বসলেন সতীর্থ রবীন্দ্র জাদেজাকে। যা নিয়ে হইচই ক্রিকেট মহলে। জাদেজা এমনিতে চলতি সিরিজে বল হাতে ভারতের সেরা পারফর্মার। ইতিমধ্যেই চলতি সিরিজে তাঁর নামের পাশে ২১ উইকেট। ভারতকে ম্যাচে ফেরাতে জাদেজা প্ৰথম দিন ট্র্যাভিস হেডকে অজি ইনিংসের শুরুতেই আউট করে দেন। এরপরে বিশ্বের একনম্বর টেস্ট ব্যাটসম্যান মার্নাস লাবুশানের ওপরেও চাপ বজায় রেখে বোলিং করছিলেন। লাবুশানেকে বোকা বানিয়ে একটা বলে বোল্ড করলেও জাদেজা ওভারস্টেপ করে বসায় জীবন পান অজি তারকা।
জাদেজা প্ৰথম দিনেই চার উইকেট শিকার করেন। তবে তা সত্ত্বেও তীব্র সমালোচিত হন বারবার নো বল করায়। মোট তিনটি নো বল করে বসেন তিনি। স্বয়ং সুনীল গাভাসকার-ও ক্ষুব্ধ হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় বলে দেন, জরুরি ভিত্তিতে বোলিং কোচ পরশ মামব্রেকে বসতে হবে জাদেজার সঙ্গে। সেই সঙ্গে জাদেজা একের পর এক রিভিউও নষ্ট করে বসেন।
নিশ্চিত না হয়ে বারবার ডিআরএসের জন্য আবেদন করে দু-দুটো রিভিউ নষ্ট করেন তারকা। এতেই চটে যান রোহিত। ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, অশ্রাব্য গালি সমেত রোহিত জাদেজাকে বলছেন, "আরে বল কোথায় হিট করছে, সেটা তো দেখ!"
ভিডিও দেখুন এই লিঙ্কে ক্লিক করে
জাদেজা দুটো রিভিউই অপচয় করেন উসমান খোয়াজাকে আউট করার তাড়নায়। ষষ্ঠ ওভারে জাদেজার বল সরাসরি খোয়াজার প্যাডে লাগলে আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত নেন। তবে জাদেজা রিভিউ নেওয়ার পর দেখা যায় বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করছে। একই কাণ্ড ঘটে দশম ওভারে। সেবারেও আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাদেজা রিভিউ নিলে দেখা যায় বল অফস্ট্যাম্পের বাইরে পড়ে প্যাডে আঘাত করেছে।