/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/gavaskar-jadeja.jpg)
রাগে গজগজ করছিলেন সুনীল গাভাসকার। বলে চলেছিলেন, "এটা মোটেই মেনে নেওয়া যায় না। ওঁর বেশ কয়েকটা ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার রয়েছে। তবে একজন স্পিনার নো বল করছে, ভাবা যায় না! পরশ মামব্রের উচিত ওঁর সঙ্গে বসা এবং পিছন থেকে বোলিং করানো অনুশীলন করা।" তৃতীয় টেস্টের প্ৰথম দিনে জাদেজার উইকেট নেওয়ার ডেলিভারি নো-ডাকা হতেই এভাবে গাভাসকার ফেটে পড়লেন রাগে।
অস্ট্রেলীয় ইনিংসে মার্নাস লাবুশানেকে আউট করে দিয়ে ভারতকে দ্বিতীয় ঝটকা এনে দেন জাদেজা। তবে পরে আম্পায়ার সেই ডেলিভারি নো ডাকেন। গাভাসকারের আশঙ্কা সত্যি প্রমাণ করে যান লাবুশানে। উসমান খোয়াজার সঙ্গে পার্টনারশিপে লাবুশানে ৯৬ রানে যোগ করে যান। ভারতের ১০৯ রানের জবাবে অস্ট্রেলিয়া দিনের শেষে ১৫৬/৪। অজি ইনিংসের চারটে উইকেটই নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ট্র্যাভিস হেড আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম দিনের শেষে আউট হয়ে গিয়েছেন উসমান খোয়াজা (৬০), মার্নাস লাবুশানে (৩১), স্টিভ স্মিথ (২৬)।
Decision Overturned!
A successful DRS for #TeamIndia as @imjadeja gets the first wicket of the innings!
Relive the dismissal here 📽️
Live - https://t.co/t0IGbs1SIL#INDvAUS@mastercardindiapic.twitter.com/zwU5HeijXR— BCCI (@BCCI) March 1, 2023
Sunil Gavaskar 🗣 “Mujhe review pe baat nahi karni mujhe no ball pe baat karni hai, kon lega iski zimmedari ? Ye ek nhi pichle 2 Tests se hum dekh rhe hain, Ye apke control mein hai review apke control mein nhi”#indvsaus#ausvsind#jadeja#indvauspic.twitter.com/9e6Rm3l1Gp
— India Fantasy (@india_fantasy) March 1, 2023
হেডকে আউট করার পরেই জাদেজা প্রায় ফিরিয়ে দিয়েছিলেন লাবুশানেকে। বোল্ড করে দেন অজি তারকাকে। তবে অজি ব্যাটার যখন প্যাভিলিয়নে ফিরে যেতে উদ্যত, সেই সময়েই ওভার স্টেপিংয়ের জন্য নো ডাকেন আম্পায়ার। এই নিয়ে জাদেজা ইনিংসে দ্বিতীয় নো বল করে যান। কোচ দ্রাবিড়কেও দেখা যায় হতাশায় মাথা নাড়ছেন।
pic.twitter.com/iSl99AhoqG
Jadeja NO Ball Dravid Reaction #INDvsAUS— Nitin Kumar (@NitinKu29561598) March 1, 2023
ইন্দোরের পিচে তার আগেই ঘায়েল হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। বল বিপজ্জনকভাবে নিচু হচ্ছে, টার্ন করছে- এরকম পিচে বিরাট কোহলি (২২) এবং শুভমান গিল (২১) ভালো শুরু করেও নিজেদের ইনিংস বেশিদূর টানতে পারেননি। বাকিরা শোচনীয়ভাবে ব্যর্থ। ম্যাথু কুহনেম্যান পাঁচ উইকেট শিকার করে যান। নাথান লিয়নের দখলে ৩ উইকেট।
Read the full article in ENGLISH