অস্ট্রেলিয়া: ১৭৭/১০, ৯১/১০
ভারত: ৪০০
বনবন ঘূর্ণি পিচে ভারতের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। মাত্র তৃতীয় দিনে খতম হয়ে অস্ট্রেলিয়া। ২২৩ রানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় দিন অলআউট হয়ে গেল মাত্র ৯১ রানে। নাগপুরে ইনিংস সহ ১৩২ রানে জিতে স্বপ্নের বর্ডার গাভাসকার সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া।
বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে গুটিয়ে যাওয়ার পর রোহিত শর্মার শতরানে ভর করে ভারত ৪০০ তুলে দিয়েছিল। দ্বিতীয় দিনের শেষে ভারত ৩২১/৭ তুলে ফেলেছিল। ক্রিজে ব্যাটিং করছিলেন অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। শনিবার জাদেজা (৭০) সাত তাড়াতাড়ি আউট হয়ে গেলেও মহম্মদ শামিকে (৩৭) সঙ্গে নিয়ে ভারত ৪০০ তুলে দিয়েছিল।
আরও পড়ুন: নিয়ম ভেঙে 'প্রতারণা'! ম্যাচের সেরা হয়েই ICC-র বিরাট শাস্তির মুখে জাদেজা
ভারত আউট হয়ে যাওয়ার পরেই লাঞ্চ নেওয়া হয়। লাঞ্চের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা পুরো একটা সেশনও খেলতে পারল না। মাত্র ৩২.৩ ওভারেই খতম হয়ে গেল অজিরা। প্ৰথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের পর জাদেজা দ্বিতীয় ইনিংসে তুললেন আরও ২ উইকেট। সবমিলিয়ে ৭ উইকেট এবং ৭০ রান করে ম্যাচের সেরা তিনি। অজিদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেওয়ার নায়ক অবশ্য অশ্বিন। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর নামের পাশে ৫ উইকেট। অশ্বিন-জাদেজার ঘূর্ণি সামলাতে না পেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্যাঙারুরা।
অজি ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র চারজন। এর মধ্যে ২০ পেরিয়েছেন কেবল স্মিথ (২৫)। এতেই স্পষ্ট অজিদের ব্যাটিং ব্যর্থতা। ২০১৩-র পর এই প্ৰথম অস্ট্রেলিয়াকে ইনিংসে হারাল ভারত।