/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/rahul-prasad.jpeg)
পারফরম্যান্স নয় বরং পক্ষপাতিত্বের জেরেই বারবার জাতীয় দলে জায়গা পাচ্ছেন কেএল রাহুল। এমনই বড়সড় অভিযোগ তুলে দিলেন এবার প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। শনিবার নাগপুর টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে নাকানিচোবানি খাইয়ে ভারত ইনিংস এবং ১৩২ রানে জয় পেয়েছে। সেদিনই ভারতের দল নির্বাচন নিয়ে বড়সড় অভিযোগ তুলে দিলেন ভেঙ্কটেশ প্রসাদ।
টুইটারে বড়সড় অভিযোগে প্রসাদ লিখে দিলেন, "রাহুলের নির্বাচন মোটেই পারফরম্যান্স নয়, পক্ষপাতিত্বের ভিত্তিতে হচ্ছে। বরাবরের মত ব্যাট হাতে ধারাবাহিকতায় অভাব রয়েছে ওঁর খেলায়। যে জাতীয় দলের সঙ্গে আট বছর ধরে রয়েছে, সে মোটেই নিজের যোগ্যতাকে পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করতে পারছে না।"
আরও পড়ুন: নিয়ম ভেঙে ‘প্রতারণা’! ম্যাচের সেরা হয়েই ICC-র বিরাট শাস্তির মুখে জাদেজা
প্ৰথম টেস্টে শুভমান গিলের মত ফর্মে থাকা ওপেনারকে বসিয়ে কেএল রাহুলকে সুযোগ দেওয়া হয়। তবে তার ফায়দা নিতে ব্যর্থ তিনি। ভারতের ইনিংসে রাহুলের অবদান বলতে ৭১ বলে ২০ রান!
প্রসাদ তাই জাতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে সমালোচনায় ভাসিয়ে দিতে দ্বিধা করছেন না। বলেছেন, "৮ বছর অন্তর্জাতিক ক্রিকেটে ৪৬ টেস্ট খেলার পর ৩৪ গড় ভীষণভাবেই সাধারণ। আর কারোর কথা মনে পড়ছে না, যে ওঁর মত এত সুযোগ পেয়েছে। বাইরে একের পর এক প্রতিভাবান তারকারা অপেক্ষায় রয়েছে। শুভমান গিল সেরা ছন্দে রয়েছে। সরফরাজ খানের মত প্রতিভারা প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি করে চলেছেন। এছাড়াও আরও অনেকে রয়েছেন যাঁরা রাহুলের থেকে বেশি খেলার যোগ্যতা রাখে।"
"কেউ কেউ সত্যি ভাগ্যবান যাঁরা সফল হওয়া পর্যন্ত সুযোগের পর সুযোগ পেয়েই থাকে। কেএল রাহুলের প্রতিভা এবং দক্ষতা নিয়ে আমার শ্রদ্ধা রয়েছে। তবে ওঁর পারফরম্যান্স ভীষণই নিম্নমানের।"
is the chances of losing out on potential IPL gigs. They wouldn’t want to rub the captain of a franchisee wrong way,as in today’s age most people like yes men and blind approvers. Often well wishers are your best critics but times have changed & people don’t want to be told truth
— Venkatesh Prasad (@venkateshprasad) February 11, 2023
বর্তমানে কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন। নন-পারফরম্যান্সের জন্য রাহুলকে ছেঁটে টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে রোহিতের ডেপুটি করার প্রস্তাবও দিয়েছেন দক্ষিণী পেসার। প্রসাদের যুক্তি, "সবথেকে খারাপ বিষয় হল, রাহুল দলের ভাইস ক্যাপ্টেন। অশ্বিনের ক্রিকেট মস্তিষ্ক দারুণ প্রখর। ওঁকে টেস্টে সহ-অধিনায়ক করা যেতে পারে। ওঁকে যদি না-ও করা হয় তাহলে চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজারা রয়েছে। মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারীদের টেস্টে রাহুলের তুলনায় বেশি প্রভাব ছিল।
আরও পড়ুন: মেয়ের জন্য জামাই কি পেয়েই গেলেন শচীন! শুভমানের সঙ্গে ব্রেক আপের পর চুপিচুপি কার সঙ্গে সারা
রাহুল বর্তমানে লখনৌ সুপার জায়ান্টস দলের ক্যাপ্টেন। তাঁর এই পদ-ই তাঁকে জাতীয় দলে খেলার বিষয়ে নিরাপত্তা প্রদান করছে। এমনটাই ধারণা প্রসাদের। তিনি বলছেন, "অনেক প্রাক্তন ক্রিকেটারই জাতীয় দলে এরকম পক্ষপাতিত্ব দেখে চুপ করে রয়েছেন। আইপিএলের লোভনীয় চুক্তি হাতছাড়া হওয়ার আশঙ্কায়। বিসিসিআই মোটেই একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনকে চটাতে চায় না। এখনকার দিনে সকলেই জো-হুজুরি পছন্দ করে। বেশিরভাগ সময় শুভেচ্ছাকারীরাই সবথেকে বড় সমালোচক হন। তবে এখন সময় বদলেছে। এখন মানুষ আর সত্যিটা শুনতে পছন্দ করেন না।"
Read the full article in ENGLISH