scorecardresearch

ভাইস-ক্যাপ্টেন বলে কি অটোমেটিক চয়েস নাকি! রাহুলকে বাদ দেওয়ায় সুর চড়ালেন শাস্ত্রীও

সদ্য বিয়ে করা কেএল রাহুলকে ভয়ানক আক্রমণ এবার শাস্ত্রীর

ভাইস-ক্যাপ্টেন বলে কি অটোমেটিক চয়েস নাকি! রাহুলকে বাদ দেওয়ায় সুর চড়ালেন শাস্ত্রীও

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম ম্যাচে কেএল রাহুল নন, ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে শুভমান গিলকে খেলানোর জন্য সওয়াল করলেন শাস্ত্রী। সরাসরি বলে দিলেন, ভাইস ক্যাপ্টেন হওয়া প্ৰথম একাদশে জায়গা নিশ্চিত করতে পারে না। ফর্মে থাকা শুভমানকেই খেলানো উচিত রাহুল দ্রাবিড় এন্ড কোং-কে। বলছেন ভারতের প্রাক্তন হেড স্যার।

প্ৰথম একাদশে কেমন একাদশ নামানো উচিত, সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রবি শাস্ত্রী জানিয়েছেন, পাঁচ নম্বর পজিশনে সূর্যকুমারের ধারেকাছে কেউ নেই। ধারাবাহিকভাবে টেস্টে সূর্যকুমারকে খেলানোর পরামর্শও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বাদ কুলদীপ-শুভমান! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম টেস্টেই ভারতের একাদশে চমকের পর চমক

আইসিসি রিভিউয়ে শাস্ত্রী বুধবার বলে দিয়েছেন, “শুভমান গিলের মত কেউ একজন যখন দুর্ধর্ষ ছন্দে রয়েছে, তখন বাকিদেরও ঘুম থেকে জেগে উঠতে হয়। নেটে শুভমান এবং রাহুলকে একদম কাছ থেকে দেখেছি। যদি বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে আমি ফুটওয়ার্ক ফলো করি। ব্যাটিংয়ের টাইমিং ফলো করে বোঝার চেষ্টা করি, কে ভালো ফর্মে রয়েছে। যদি শুভমানকে রাহুলের জায়গায় ওপেন করানো হয়, সেটাই হোক। ভাইস ক্যাপ্টেন হওয়ার এই অর্থ নয় যে প্ৰথম একাদশে ও অটোমেটিক চয়েস।”

আরও পড়ুন: বৃহস্পতিবারেই শুরু ধুন্ধুমার ভারত-অস্ট্রেলিয়া সিরিজ! কোথায়, কখন, কোন চ্যানেলে চোখ রাখবেন

সূর্যকুমারের জীবনের সেরা ফর্মে রয়েছেন। নাগপুর টেস্টে তারকা ব্যাটারকে অভিষেক ঘটানোর পক্ষেই সওয়াল করছেন তিনি। জানাচ্ছেন, “পাঁচ নম্বরে সূর্যকুমারকেই খেলানো উচিত। কারণ শ্রেয়স এখন নেই। গিলকেও পাঁচ নম্বরে খেলানোর কথা বলা হচ্ছে। তবে সঠিক পজিশনে সঠিক ব্যাটারকে খেলানো উচিত। পাঁচ নম্বর পজিশনে এমন একজনকে খেলানো উচিত যে ঘূর্ণি পিচে স্পিনারদের বিপক্ষে পারদর্শী। সোজাসুজি সূর্যকে ওই পজিশনে নামিয়ে দেওয়া হোক।”

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy ind vs aus 2023 vice captain automatic choice ravi shastri slams kl rahul shubman gill