scorecardresearch

আউট হতে হতে বাঁচলেন, ভরতকে মৃত্যু চাহনি কোহলির! কেঁপে গেলেন তরুণ তারকা, দেখুন

কোহলির রক্তচক্ষুর মুখে পড়ে গেলেন কেএস ভরত

আউট হতে হতে বাঁচলেন, ভরতকে মৃত্যু চাহনি কোহলির! কেঁপে গেলেন তরুণ তারকা, দেখুন

চার বছরের সেঞ্চুরি খরা কাটিয়ে শতরানের দিকে এগোচ্ছেন কোহলি। সেই সুবর্ণ সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চান না তিনি। কেএস ভরতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরার উপক্রম হয়েছিল কোহলির। এতেই মেজাজ হারালেন মহাতারকা। ভরতকে লাল-চোখ দেখালেন তিনি।

চতুর্থ দিনের প্ৰথম ঘন্টার ঘটনা। গতকাল হাফসেঞ্চুরি করে ফেলা কোহলির পাখির চোখ এবার শতরান। তবে প্ৰথম সেশনেই কোহলি প্রায় রান আউট হয়ে যেতে পারতেন। লেগ সাইডে বল হাঁকিয়ে সিঙ্গলস নিতে চেয়েছিলেন তিনি। নিজের ক্রিজ ছেড়ে প্রায় অন্যপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: খোয়াজা ‘ভীতু’, ‘বাংলাদেশি’! ১৮০ করেও পাকিস্তান কিংবদন্তির তোপের মুখে অস্ট্রেলীয় তারকা

তবে কেএস ভরত ঝুঁকি নিতে চাননি। সরাসরি কোহলির রান আউটের আবেদন প্রত্যাখ্যান করে দেন। ভরতের এমন আচরণে মোটেই খুশি হননি কোহলি। নিরাপদে নিজের ক্রিজে পৌঁছে কোহলি রাগত চোখে ভরতের দিকে তাকান। রিপ্লেতে যদিও দেখা গিয়েছে সহজেই এই রান পূর্ণ করে ফেলতে পারতেন ভরত। কোহলি অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভরতকে থাম্বস আপ দিয়ে নিজের ইনিংস পুনরায় চালু করেন তিনি।

দীর্ঘদিন ধরে টেস্টে রান খরায় ভুগছেন কোহলি। তিন বছর ধরে টেস্টে যেমন শতরান নেই কোহলির, তেমন গত ১৪ মাস ধরে ফিফটিও করতে পারেননি তিনি। শেষমেশ কোহলি অবশ্য মোদি স্টেডিয়ামে রানের সেই খরা কাটিয়েছেন শনিবার।

২০১৯-এ শেষবার টেস্টে কোহলির সেঞ্চুরি এসেছিল। তারপর এখনও কোহলির ব্যাটে শতরানের দেখা মেলেনি। চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত কোহলি ৮৮ রানে অপরাজিত রয়েছেন। রবিবার দ্বিতীয় সেশনে শতরানের সেই খরা কাটাতে পারবেন কোহলি, সেদিকেই তাকিয়ে গোটা দুনিয়া।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Border gavaskar trophy ind vs aus 4th test virat kohli death stare towards ks bharat after refusing to take singles watch video