/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/virat-kohli.jpg)
ইডেনে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে যখন টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তখন ২০১৯-এর ডিসেম্বর। তারপরে দীর্ঘ ৩৯ মাস কেটে গিয়েছে। টেস্টে একবারও তিন অংকের ঘরে পৌঁছতে পারেননি মহাতারকা। এর মধ্যে তিন ফরম্যাটেই নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মার কাছে।
১৪ মাস পরে টেস্টে গতকাল শনিবারই হাফসেঞ্চুরি হাঁকিয়ে শতরানের গন্ধ পেয়ে গিয়েছিলেন। আর রবিবার কোহলির ব্যাটে দেখা মিলল সেই সেঞ্চুরির। লাঞ্চের পরেই কোহলি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেরিয়ারের ২৮তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন মহানায়ক।
𝟏𝟎𝟎 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐧𝐠 𝐊𝐨𝐡𝐥𝐢 👑⚡️#INDvAUS#TeamIndiapic.twitter.com/UXGl32n3WL
— BCCI (@BCCI) March 12, 2023
লাঞ্চের আগে ৮৮ রানে ব্যাট করেছিলেন কোহলি। দ্বিতীয় সেশনের শুরুতেই লিয়নের বলে ফিরতে হয় শ্রীকর ভরতকে। হাফসেঞ্চুরির ঠিক আগেই আউট হয়ে যাওয়ায় শ্রীকর ভরত হতাশাও প্রকাশ করেন। তবে কোহলি হতাশ হওয়ার কোনও সুযোগই দেননি। ভারতীয় ইনিংসের ১৩৮তম ওভারে নাথান লিয়নের ওভারের দ্বিতীয় বলেই কোহলি সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। ২৪১বল খেলে এল কোহলির বহু প্রতীক্ষিত এই শতরান।
আরও পড়ুন: খোয়াজা ‘ভীতু’, ‘বাংলাদেশি’! ১৮০ করেও পাকিস্তান কিংবদন্তির তোপের মুখে অস্ট্রেলীয় তারকা
CENTURY for @imVkohli 🫡🫡
He's battled the heat out here and comes on top with a fine 💯, his 28th in Test cricket. #INDvAUS#TeamIndiapic.twitter.com/i1nRm6syqc— BCCI (@BCCI) March 12, 2023
The Man. The Celebration.
Take a bow, @imVkohli 💯🫡#INDvAUS#TeamIndiapic.twitter.com/QrL8qbj6s9— BCCI (@BCCI) March 12, 2023
কোহলির ঐতিহাসিক সেঞ্চুরি খরা কাটানোর দুর্লভ মুহূর্ত উপভোগ করলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামেট দর্শকরা। শনিবার তৃতীয় দিনের শেষে কোহলি ৫৯ রানে অপরাজিত ছিলেন। সতর্ক ভঙ্গিতে খেলেই কোহলি শতরানের জন্য বাকি ৪১ রান তুলে ফেলেন। ২৪১ বলে কোহলি বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি। এতেই স্পষ্ট কোহলি কতটা সতর্ক ছিলেন।
২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরানের পর কোহলি বহুদিন সেঞ্চুরির মুখ দেখেননি। গত বছর এশিয়া কাপে কোহলি শেষমেশ টি২০-তে শতরানের মাধ্যমে সেঞ্চুরি খরা কাটান। এরপরে ওয়ানডেতে আরও তিনটি সেঞ্চুরি করেন তিনি। তবে টেস্টের শতরানটাই যা আসছিল না। শেষমেশ সেটাও পূর্ণ করে ফেললেন তিনি রবিবার।
Read the full article in ENGLISH
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us