Advertisment

১৪ মাস পরে টেস্টে হাফসেঞ্চুরি! মোদি স্টেডিয়ামে কোহলি চুরমার করলেন শচীন-গাভাসকার-দ্রাবিড়দের কীর্তি

দুর্ধর্ষ রেকর্ডের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কয়েকদিন আগেই স্ত্রী অনুষ্কার সঙ্গে পুজো করে এসেছিলেন। তারপরেই হয়ত ভাগ্যদেবতা সহায় হলেন কিং কোহলির। আহমেদাবাদে চলতি টেস্টের প্ৰথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে গেলেন তারকা। যা তাঁর চলতি বছরে প্ৰথম হাফসেঞ্চুরি। ঘরের মাঠে পঞ্চাশতম টেস্ট ম্যাচে খেলতে নেমেছিলেন কোহলি। এই সেই টেস্টেই মনে রাখার মত পারফরম্যান্স করে গেলেন তারকা। শুভমান গিলের সেঞ্চুরি এবং কোহলির হাফসেঞ্চুরিতে ভর করে ভারত ইতিমধ্যেই চালকের আসনে। কোহলি তৃতীয় দিন খেলার শেষে ১২৮ বলে ৫৯ রানে অপরাজিত রয়েছেন। পাঁচটা বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছেন তিনি।

Advertisment

দুর্ধর্ষ ইনিংসের সুবাদে কোহলি একের পর এক নজির গড়ে ফেলেছেন। ঘরের মাঠে ৪০০০ টেস্ট রানের কীর্তিও তাঁর নামের পাশে। দেশের মাটিতে দ্রুততম ৪০০০ রান করার নিরিখে কোহলি আপাতত তালিকায় দ্বিতীয়। ৭৭ ইনিংসে এই নজিরে পৌঁছলেন কোহলি। ভেঙে দিলেন শচীন (৭৮ ইনিংস), গাভাসকার (৮৭ ইনিংস), দ্রাবিড়দের (৮৮ ইনিংস) মত কিংবদন্তিদেরও। এই তালিকায় দ্রুততম বীরেন্দ্র শেওয়াগ। মাত্র ৭১ ইনিংসে শেওয়াগ ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান করেছিলেন।

আরও পড়ুন: খোয়াজা ‘ভীতু’, ‘বাংলাদেশি’! ১৮০ করেও পাকিস্তান কিংবদন্তির তোপের মুখে অস্ট্রেলীয় তারকা

দীর্ঘদিন ধরে টেস্টে রান খরায় ভুগছিলেন কোহলি। তিন বছর ধরে টেস্টে যেমন শতরান নেই কোহলির, তেমন গত ১৪ মাস ধরে ফিফটিও করতে পারেননি তিনি। শেষমেশ কোহলি অবশ্য মোদি স্টেডিয়ামে রানের সেই খরা কাটালেন শনিবার।

২০১৯-এ শেষবার টেস্টে কোহলির সেঞ্চুরি এসেছিল। তারপর এখনও কোহলির ব্যাটে শতরানের দেখা মেলেনি। রবিবার শতরানের সেই খরা কাটাতে পারবেন কোহলি, সেদিকেই তাকিয়ে গোটা দুনিয়া।

Read the full article in HINDI

Virat Kohli Cricket Australia Sachin Tendulkar Rahul Dravid Indian Cricket Team
Advertisment