Advertisment

Rinku Singh bowling: বল হাতে নাটকীয় ম্যাজিক রিঙ্কুর, একই ওভারে ৩ উইকেট, নাইট তারকার ঘূর্ণিতে কাহিল প্রতিপক্ষ

UP t20 League 2024: বল হাতে রিঙ্কু যেন শ্যেন ওয়ার্ন। উত্তর প্রদেশ টি২০ লিগে একই ওভারে ৩ উইকেট নিলেন। ধামাকায় শেষ প্রতিপক্ষ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rinku Singh, Bowling, রিংকু সিং, বোলিং,

Rinku Singh-Bowling: ব্যাটিংয়ের মত রিংকু বলটাও ভালো করেন। (ছবি- টুইটার)

Rinku Singh in UP t20 League: শ্রীলঙ্কায় তাঁর দুর্দান্ত বোলিংয়ের একমাস পরে, রিংকু সিং উত্তরপ্রদেশ টি-২০ লিগে বোলিং করার সময় আরেকটি অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন। বুধবার, ৪ সেপ্টেম্বর লখনউয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে রিঙ্কু মিরাট ম্যাভেরিক্স এবং কানপুর সুপারস্টারের লড়াইয়ে খেলেছেন। সেখানেই রিংকু বল হাতে একটি শ্বাসরুদ্ধকর পারফরম্যান্স উপহার দিয়েছেন।। আর, তাঁর দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন।

Advertisment

নয় ওভারে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কানপুর ডিএলএস অনুযায়ী পাঁচ ওভারে তোলে ৩ উইকেটে ৬১। পাওয়ার প্লের শেষ ওভারে দায়িত্ব পায় রিংকু। দ্বিতীয় বলে শৌর্য সিংকে ফেরত পাঠান। শৌর্য তার আগের বলেই বাউন্ডারি মেরেছিলেন। পঞ্চম ডেলিভারিতে, রিংকু কোনও রান করার আগেই আদর্শ সিং-কে গুগলিতে পরাস্ত করেন। আর, সুধাংশু সোনকার দুই বলে শূন্য রানে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন। যার ফলে, মিরাট ম্যাভেরিক্সের রিংকু তিনটে গুরুত্বপূর্ণ উইকেট পান। রিংকুর সেই ওভারের পর, কানপুর আর ম্যাচকে হাতের মুঠোয় নিতে পারেনি। অষ্টম ওভার পর্যন্ত টেনে ৮৩ রান করে ২২ রানে হেরে যায়।

ম্যাচে রিংকুর মতই জিশান আনসারিও তিন উইকেট নিয়েছেন। বৃষ্টিতে প্রথমে খেলা বন্ধ ছিল। ম্যাভেরিক্স তখন সাত ওভারে ৪৯/২। ম্যাচ, শেষ পর্যন্ত নয়-ওভার চালানোর সিদ্ধান্ত হয়। এর পর ম্যাচ ফের শুরু হয়। শেষ দুই ওভারে কানপুরের মাধব কৌশিকের একটি দুর্দান্ত লড়াই মাভেরিক্সকে সমস্যায় ফেলে দেয়। ম্যাচে বেশিরভাগ সময়, কানপুরই এগিয়ে ছিল। কিন্তু, রিংকুর নির্ণায়ক ওভারটি ম্যাচকে মাভেরিক্সের পক্ষে বদলে দেয়।

আরও পড়ুন- KKR-এর ৫৫ লক্ষ টাকা বেতনই যথেষ্ট! IPL-এর স্যালারি নিয়ে ফের হৃদয়জয়ী জবাব রিঙ্কুর

ম্যাভেরিক্স ছয় ম্যাচে পাঁচটিতে জয়ের সুবাদে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে। আর, কানপুর ছয়টি খেলায় দুটিতে জয় পেয়েছে। আর চারটি ম্যাচে হেরেছে। তারা রয়েছে টেবিলের পঞ্চম স্থানে। এই ম্যাচই শুধু নয়, ব্যাটিংয়ের পাশাপাশি রিংকু যে বোলিংটাও ভালোই করেন, তা শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্প্রতি সমাপ্ত তৃতীয় টি-২০ ম্যাচেই অত্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছিল। ওই ম্যাচে রিংকু শ্রীলঙ্কার ওপর দুর্দান্ত বোলিং করে চাপ তৈরি করেছিলেন। পাশাপাশি, তিনি শেষ ওভারে দুটি উইকেটও নিয়েছিলেন। যা ভারতের জয়ের রাস্তা সুগম করেছিল। আর, টিম ইন্ডিয়াকে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেছিল।

 

India Cricket News T20 Rinku Singh
Advertisment