George Foreman Dies: জর্জ ফোরম্যান, ৭৬ বছর বয়সে প্রয়াত বক্সিং কিংবদন্তি

Two-time heavyweight boxing champion George Foreman: দুইবারের হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান, বক্সিং কেরিয়ার ছাড়াও উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত।

Two-time heavyweight boxing champion George Foreman: দুইবারের হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান, বক্সিং কেরিয়ার ছাড়াও উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
George Foreman: সপরিবারে কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান

George Foreman: সপরিবারে কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান। (ছবি- ইনস্টাগ্রাম)

Boxing Legend George Foreman Dies at 76: বক্সিং জগতে এক বিশাল শূন্যতা তৈরি করে প্রয়াত হলেন দু'বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫- ৭৬ বছর বয়সে তিনি মারা গিয়েছেন। তাঁর পরিবার ইনস্টাগ্রামে এই দুঃসংবাদ জানিয়েছে।

Advertisment

জর্জ ফোরম্যানের জন্ম ১৯৪৯ সালে টেক্সাসে। তিনি ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিকে স্বর্ণপদক জিতে বক্সিং দুনিয়ায় প্রবেশ করেন। ১৯৭৩ সালে অপরাজেয় জো ফ্রেজিয়ারকে পরাজিত করে প্রথমবারের মতো হেভিওয়েট শিরোপা পান। তবে ১৯৭৪ সালে 'রাম্বল ইন দ্য জঙ্গল' নামে পরিচিত ম্যাচে মহম্মদ আলির কাছে পরাজিত হন। 

১৯৭৭ সালে প্রথমবার অবসর গ্রহণের পর ফোরম্যান ধর্মযাজক হিসেবে কাজ শুরু করেন এবং জর্জ ফোরম্যান ইয়ুথ অ্যান্ড কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করেন। ১৯৮৭ সালে বক্সিংয়ে ফিরে এসে ১৯৯৪ সালে ৪৫ বছর বয়সে মাইকেল মুরারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো হেভিওয়েট শিরোপা অর্জন করেন, যা তাঁকে প্রবীণ হেভিওয়েট চ্যাম্পিয়নের তকমা দেয়।

বক্সিংয়ের বাইরে, ফোরম্যান একজন সফল শিল্পপতি ছিলেন। বিশেষ করে 'জর্জ ফোরম্যান গ্রিল' নামে পরিচিত গ্রিলের প্রচারে তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এই গ্রিলের বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। এই কিংবদন্তি বক্সারের মৃত্যুতে বক্সিং দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। মাইক টাইসন এবং স্কটি পিপেনের মতো ব্যক্তিত্বরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ফোরম্যান তার স্ত্রী, পাঁচ পুত্র (প্রত্যেকের নাম জর্জ দিয়ে) এবং পাঁচ কন্যাকে রেখে গেলেন।

Advertisment

তাঁরা প্রয়াণ ক্রীড়া জগতে এক অসীম শূন্যতা সৃষ্টি করল বলেই বিশেষজ্ঞ এবং অনুরাগীরা মনে করছেন। বক্সিং তথা ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান এবং স্মৃতি চিরকাল অমলিন থাকবে। এমনটাই মত বিশেষজ্ঞদের। বক্সি জগৎকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কিংবদন্তি বক্সার মহম্মদ আলির সঙ্গে বক্সিং দুনিয়ার সেরা আইকন হিসেবে ফোরম্যানের নাম বারবার উচ্চারিত হয়েছে।

আরও পড়ুন- উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট, কলকাতার ইডেন গার্ডেনস সাক্ষী থাকবে তারকাখচিত সন্ধ্যার

কিংবদন্তি বক্সারের মৃত্যুতে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, 'ধর্মপ্রচারক থেকে নিবেদিতপ্রাণ স্বামী, স্নেহশীল পিতা থেকে গর্বিত দাদু এবং প্রপিতামহ হিসেবে তিনি বিশ্বাস, শ্রদ্ধা অর্জন করেছেন এবং এক সফল জীবনের উদাহরণ রেখে গেলেন।' 

Sports News sports Champion Death Boxing