/indian-express-bangla/media/media_files/2025/03/22/pW3r2fX3bzjQrsezr5vu.jpg)
IPL-Ceremony: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান যেমন হওয়ার কথা। (ছবি- আইপিএল)
Grand Kickoff: IPL 2025 Opening Ceremony Lights Up Eden Gardens: প্রতিবারই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় আইপিএল। এবারও তার ব্যতিক্রম হবে না।
২২ মার্চ, ২০২৫ তারিখে কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজিত হবে IPL-এর ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এই জমকালো সন্ধ্যায় উপস্থিত থাকবেন বলিউডের তারকা দিশা পাটানি, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক করণ আওজলা ও সুরের জাদু ডালি নিয়ে শ্রেয়া ঘোষাল। তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ করবে ইডেনে উপস্থিত দর্শকদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর, রাত্রি ৭:৩০ নাগাদ শুরু হয় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে এবারের আইপিএলের প্রথম ম্যাচ।
IPL 2025 উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি
সন্ধে ৬:০৫ – অনুষ্ঠান শুরু হবে 'বাম্প ইন'-এর মাধ্যমে।
সন্ধে ৬:১১– আইপিএলের কাউন্ট আপ ভিডিও।
সন্ধে ৬:১৩– শাহরুখ খানের মনোলোগ। শুরু হবে আইপিএল ১৮-র মেগা সেলিব্রেশন!
সন্ধে ৬:১৩:৩০– শ্রেয়া ঘোষালেরইনট্রো ভিডিও।
সন্ধে ৬:২৯:৩০– শ্রেয়া ঘোষালের লাইভ পারফরম্যান্স।
তারকাদের পারফরম্যান্স:
সন্ধে ৬:৩০– দিশা পাটানির ইনট্রো ভিডিও।
সন্ধে ৬:৩৪– দিশা পাটানির পারফরম্যান্স।
সন্ধে ৬:৩৪:৩০– করণ আউজলার ইনট্রো ভিডিও।
সন্ধে ৬:৪২:৩০– করণ আউজলার লাইভ পারফরম্যান্স।
সন্ধে ৬:৪৪:৪৫– দিশা পাটানি আবার মঞ্চে ফিরবেন আরও একটি পারফরম্যান্স নিয়ে।
সন্ধে ৬:৫২:৪৫– শাহরুখ খান মূল মঞ্চে ফিরবেন এবং ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন।
সন্ধে ৬:৫৩:১৫– বিসিসিআই কর্তাদের ও অন্যান্য তারকাদের আমন্ত্রণ জানানো হবে।
সন্ধে ৬:৫৪:৪৫– দুই দলের অধিনায়ক মঞ্চে আসবেন।
সন্ধে ৬:৫৯:৪৫– শাহরুখ অধিনায়কদের সঙ্গে আলোচনা করবেন।
সন্ধে ৭:০০– আইপিএল ১৮-র বিশেষ কেক কাটা হবে।
সন্ধে ৭:০০:১৫– ড্রোন শো।
সন্ধে ৭:০০:৩০– ট্রফি ও বিসিসিআই অফিসিয়ালদের সঙ্গে ফটো সেশন।
সন্ধে ৭:০০:৪৫– আতসবাজির প্রদর্শনী।
রাত ৭:৩০– টস শেষে ম্যাচ শুরু!
Kemon achho bhai? pic.twitter.com/0F0PJbiZ9j
— KolkataKnightRiders (@KKRiders) March 21, 2025
আরও পড়ুন- বিপরীত ডিএনএ-র লড়াইয়ের জন্য প্রস্তুত ইডেন
গোটা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসে এবং অনলাইন স্ট্রিমিংয়ের জন্য রয়েছে জিওসিনেমা ও হটস্টার। এবারের উদ্বোধনী ম্যাচে বিশেষ চমকের ব্যবস্থা করা হচ্ছে ইডেনে। স্টেডিয়ামে প্রবেশের সময়ই প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা তুলে দেওয়া হবে। অনুষ্ঠান চলাকালীন ওই চশমা আর রিস্ট ব্যান্ড, জ্বলবে মিউজিকের তালে তালে। এমন ধরনের ব্যাপার আমেরিকা বা ইওরোপের ব্যান্ড শিল্পীদের অনুষ্ঠানে হামেশাই দেখা যায়। সেই ব্যবস্থা এবার ইডেনেও থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। আর, এই অনুষ্ঠান চলাকালীন ইডেনের ফ্লাডলাইন বন্ধ থাকবে। এমনটাই পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা।