Neymar's girlfriend Bruna Biancardi gives birth to daughter: চোট-আঘাতে জর্জরিত। বাদ পড়েছেন ব্রাজিলের ফুটবল টিম থেকে। এরই মধ্যে সুখবর দিলেন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র। নেইমার-ব্রুনা বিয়ানকার্ডির সুখের সংসারে এল নয়া অতিথি। বান্ধবীর কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। শনিবার সাও পাওলোর একটি হাসপাতালে ব্রুনা জন্ম দিয়েছেন নেইমারের কন্যাসন্তানকে। এই নিয়ে চতুর্থবার বাবা হলেন নেইমার। বিশ্বজুড়ে নেইমারের অজস্র ভক্ত দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছেন।
সংসারে নতুন অতিথি এই খবর আগেই দিয়েছিলেন নেইমার। শনিবার এল সেই সুখবর। নেইমারের নেটপ্রভাবী বান্ধবী ব্রুনা এর আগে ২০২৩ সালে নেইমারের প্রথম কন্যাসন্তানকে জন্ম দেন। সেটা ছিল নেইমারের দ্বিতীয় সন্তান। সেই মেয়ের নাম মাভি। সদ্যজাত কন্যাসন্তানের নাম রেখেছেন মেল।
আরও পড়ুন দায়িত্ব পেয়েই নেইমারকে বাদ দিলেন অ্যান্সেলোত্তি! বিতর্কের দাবানল ছড়াতেই কী সাফাই ব্রাজিল কোচের?
৩৩ বছরের নেইমারের প্রথম বান্ধবীর নাম ক্যারোলিনা দান্তাস। নেইমার-ক্যারোলিনার প্রথম পুত্রসন্তান দাভি লুকার জন্ম হয় ২০১১ সালে। তারপর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তবে দাভি নেইমারের সঙ্গেই থাকে। এরপর নেইমারের জীবনে আসেন ব্রুনা। তবে ২০২৪ সালে ব্রুনার সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। তখন ব্রাজিলের জনপ্রিয় মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির সঙ্গে সম্পর্কে জড়ান নেইমার। তাঁদের একটি মেয়ে জন্মায়। তার নাম হেলেনা। সেই সম্পর্কও ভেঙে যায় নেইমারের। আবার তাঁর জীবনে ফিরে আসেন ব্রুনা।
আপাতত ব্রুনা এবং সদ্যজাত সন্তানের পাশে থাকে নিজের ক্লাব সান্তোস থেকে ছুটি নিয়েছেন নেইমার। মেলের জন্মের খবর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্রুনা। তারপরই দুই তারকা যুগল শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন।
আরও পড়ুন মেডিক্যাল রিপোর্টেই সবকিছু ছারখার! মারনরোগে আক্রান্ত নেইমার
ব্রুনা ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমাদের মেল এসেছে। জীবন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাতে স্বাগত! ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার জীবনে থাকুক। সমস্ত খারাপ কিছু থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমাকে ভালবাসি। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'