/indian-express-bangla/media/media_files/2025/06/08/ZuMErPQm3256UAcZvEx5.jpg)
করোনায় আক্রান্ত নেইমার জুনিয়র
Neymar: দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছেনা ব্রাজিলের (Brazil Football Team) তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। চলতি মরশুমেই তিনি সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল ছেড়ে দিয়েছেন। ব্রাজিলের স্যান্টোস ক্লাবের হয়েই আপাতত ফুটবল খেলতে চান তিনি। নেইমারের এই 'ঘর ওয়াপসি' রীতিমতো উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকরাও। কিন্তু, আচমকা একটি মেডিক্যাল রিপোর্ট যাবতীয় আনন্দ কেড়ে নিয়েছে। কী হয়েছে ব্যাপারটি? আসুন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
করোনায় আক্রান্ত নেইমার জুনিয়র
জানা গিয়েছে, করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন ব্রাজিলের এই ফুটবল তারকা। বেশ কয়েকটি উপসর্গ দেখা যেতেই গত বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেই রিপোর্ট ইতিমধ্যে পজিটিভ এসেছে। সেকারণে অনুশীলনও করেননি তিনি। আগামী সোমবার ফের একবার পরীক্ষা করা হবে। সেখানে কী রিপোর্ট আসে, সেইদিকেই তাকিয়ে রয়েছেন নেইমার সমর্থকরা।
নেইমারের সময়টা যে আপাতত ভাল যাচ্ছে না, তা বলা যেতেই পারে। কারণ গত মরশুমে চোট-আঘাতের কারণেই খুব বেশি ফুটবল খেলতে পারেননি তিনি। পিএসজি এবং আল-হিলালে ব্যর্থতাই তাঁর সঙ্গী হয়েছে। এমনকী, সৌদি আরবের এই ফুটবল ক্লাবের হয়ে তিনি যে কত ঘণ্টা মাঠে ছিলেন, সেটাও কার্যত হাত গুনে বলা সম্ভব। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, স্যান্টোসের জার্সিতে হয়ত নেইমারকে আবারও সেই পুরনো ছন্দে দেখতে পাওয়া যাবে। কিন্তু, করোনার অতর্কিত হানা সেই পরিকল্পনাও কার্যত বানচাল করে দিয়েছে। আপাতত কতদিন তাঁকে নিভৃতবাসে থাকতে হয়, সেটাই এখন দেখার।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্যান্টোসের হয়ে শুরুটা বেশ ভালই করেছেন নেইমার। গত ৭ ম্য়াচে তিনি তিনটে গোল ইতিমধ্যেই করে ফেলেছেন। এরমধ্যে কর্নার-কিক থেকে একটি নজরকাড়া গোলও করেন তিনি। পাশাপাশি তিনটে গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেন। গত ১৭ এপ্রিল চোট পেয়েছিলেন নেইমার। সেকারণে কয়েকদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। তবে প্রত্যাবর্তনটাও সুখকর হল না।
Covid Rise Lifestyle: ফের বাড়ছে করোনা! কী সাবধানবাণী শোনালেন চিকিৎসক অরুণ কুমার? জানুন বিশদে
কবে ফিরতে পারবেন মাঠে?
সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকেই তিনি ধুম জ্বরে পড়েছিলেন। এর পাশাপাশি হাত এবং পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে টিম ম্য়ানেজমেন্ট চিকিৎসকের শরণাপন্ন হয়। সেখানেই কোভিড পজিটিভ ধরা পড়ে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থা একেবারেই উদ্বেগজনক নয়। আপাতত কোয়ারান্টাইনে রাখা হলেও, ৩৩ বছর বয়সি এই ফুটবলার দ্রুত মাঠে ফিরতে পারবেন।