রিও ডি জেনেইরোতে উঠল সাম্বা ঝড়। এক যুগ পর ফের কোপা আমেরিকার শিরোপা উঠল ব্রাজিলের মাথায়। মারাকানায় ৩-১ গোলে পেরুকে হারিয়ে নবম বারের জন্য় লাতিন আমেরিকার সেরা দলের মুকুট উঠল সেলেকাওদের মাথায়। ২০০৭-এ শেষবার ব্রাজিল কোপা জয়ের স্বাদ পেয়েছি। ২০০৭-এর পরের দু’টো আসরে ব্রাজিলক কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। ২০১৬ সালে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় নেইমাররা। কিন্তু ফের একবার সবুজ ঘাস দেখল হলুদ আগুন।
ম্য়াচের ১৫ মিনিটেই ব্রাজিল গোলের খাতা খুলে ফেলে। গাব্রিয়েল জেসুসেরল ডি-বক্সে বাড়ানো ক্রস ধরে এভারটন সোরেস অনায়াসে জ্বালে বল পাঠিয়ে দেন। এই টুর্নামেন্টেই লাইম লাইটে আসেন গ্রেমিওর ফরোয়ার্ড এভারটন। টুর্নামেন্টের তৃতীয় গোলটা করে ফেলেন তিনি। বিরতির এক মিনিট আগে পাবলো গুয়েরো পেনাল্টিতে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। যদিও পেরুর স্বস্তি চার মিনিট স্থায়ী হয়েছিল। বিরতির আগে যোগ করা সময় আর্থারের পাস ধরে ব্রাজিলের স্কোরলাইন ২-১ করেন সেই জেসুস। বিরতিতে এক গোলে এগিয়েই মাঠ ছাড়ে টুর্নামেন্টের আয়োজক দেশ।
O momento que faz toda a caminhada valer a pena! ????⚽????????