Advertisment

এক যুগ পর ফের কোপার শিরোপা ব্রাজিলের মাথায়

রিও ডি জেনেইরোতে উঠল সাম্বা ঝড়। এক যুগ পর ফের কোপা আমেরিকার শিরোপা উঠল ব্রাজিলের মাথায়। মারাকানায় ৩-১ গোলে পেরুকে হারিয়ে নবম বারের জন্য় লাতিন আমেরিকার সেরা দলের মুকুট উঠল সেলেকাওদের মাথায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Brazil win Copa America

এক যুগ পর ফের কোপার শিরোপা ব্রাজিলের মাথায়

ব্রাজিল ৩- সোরেস ১৫', জেসুস ৪৫+৩', রিচারলিসন ৯০' (পি) 

Advertisment

পেরু ১- গুয়েরেরো ৪৪' (পি)

রিও ডি জেনেইরোতে উঠল সাম্বা ঝড়। এক যুগ পর ফের কোপা আমেরিকার শিরোপা উঠল ব্রাজিলের মাথায়। মারাকানায় ৩-১ গোলে পেরুকে হারিয়ে নবম বারের জন্য় লাতিন আমেরিকার সেরা দলের মুকুট উঠল সেলেকাওদের মাথায়। ২০০৭-এ শেষবার ব্রাজিল কোপা জয়ের ‌স্বাদ পেয়েছি। ২০০৭-এর পরের দু’টো আসরে ব্রাজিলক কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। ২০১৬ সালে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় নেইমাররা। কিন্তু ফের একবার সবুজ ঘাস দেখল হলুদ আগুন।


ম্য়াচের ১৫ মিনিটেই ব্রাজিল গোলের খাতা খুলে ফেলে। গাব্রিয়েল জেসুসেরল ডি-বক্সে বাড়ানো ক্রস ধরে এভারটন সোরেস অনায়াসে জ্বালে বল পাঠিয়ে দেন। এই টুর্নামেন্টেই লাইম লাইটে আসেন গ্রেমিওর ফরোয়ার্ড এভারটন। টুর্নামেন্টের তৃতীয় গোলটা করে ফেলেন তিনি। বিরতির এক মিনিট আগে পাবলো গুয়েরো পেনাল্টিতে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। যদিও পেরুর স্বস্তি চার মিনিট স্থায়ী হয়েছিল। বিরতির আগে যোগ করা সময় আর্থারের পাস ধরে ব্রাজিলের স্কোরলাইন ২-১ করেন সেই জেসুস। বিরতিতে এক গোলে এগিয়েই মাঠ ছাড়ে টুর্নামেন্টের আয়োজক দেশ।

আরও পড়ুন: দুর্নীতির কোপায় চ্যাম্পিয়ন ব্রাজিল, লাল কার্ড দেখে মেসির বিস্ফোরণ

দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মধ্য়েই বিরাট ধাক্কা খায় ব্রাজিল। ম্য়াচের স্টার জেসুসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ম্য়াঞ্চেস্টার সিটির ফরোয়ার্ড পেরুর ডিফেন্ডার কার্লোস সামব্রানোকে ফাউল করায় বিপত্তি ডেকে আনেন। যদিও রেফারি ভিআরএস দেখার পরেও সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন। যদিও ১০ জনে খেলা ব্রাজিলকেও বাগে আনতে পারেনি পেরু। উল্টে ম্য়াচের ৯০ মিনিটে ফিরমিনোর বদলি নামা রিচার্লিসন ৯০ মিনিটে পেনাল্টিতে গোল করে পেরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।

Football brazil
Advertisment