Advertisment

নেইমার-কাণ্ডে ফাঁসলেন সেই মডেলই! পুলিশের পালটা অভিযোগ নাজিলার বিরুদ্ধে

নাজিলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। বিস্ফোরক অভিযোগ এনে জানিয়েছিলেন, প্য়ারিসের হোটেলে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছিলেন তারকা ফুটবলার।

author-image
IE Bangla Web Desk
New Update
Neymar

স্বস্তি পেলেন নেইমার (টুইটার)

ধর্ষণ সংক্রান্ত মামলায় স্বস্তি পেতে চলেছেন নেইমার জুনিয়র। নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদকে এবার পালটা অভিযোগ দায়ের করল ব্রাজিল পুলিশ। নেইমার বিরুদ্ধে কয়েকমাস আগেই ধর্ষণের অভিযোগ এনে সাড়া ফেলে দিয়েছিলেন নাজিলা। পুলিশের তদন্তে তাঁর অভিযোগই এবার মিথ্যা প্রমাণিত হল। এরপরেই সেই মডেলের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ দায়ের করা এবং ব্ল্যাক মেলিংয়ের জন্য পালটা পুলিশী তদন্ত শুরু হয়েছে।

Advertisment

নাজিলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিও শেয়ার করেই নেইমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে জানিয়েছিলেন, প্য়ারিসের হোটেলে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছিলেন তারকা ফুটবলার। নেইমারের বিরুদ্ধে আদালতে অভিযোগও দায়ের করেন তিনি। সেই অভিযোগের পরে নেইমারের সামাজিক পরিচিত এবং ব্র্যান্ড ভ্যালু মারাত্মকভাবে ধাক্কা খায়। আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারও ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেই মামলায় নেইমার জানিয়েছিলেন, পারস্পরিক সহমতের ভিত্তিতেই সবকিছু হয়েছিল।

সেই তরুণী অভিযোগ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ার পরে প্যারিসে নেইমারের সঙ্গে সাক্ষাৎ করেন সেই তরুণী। নেইমারের ঘনিষ্ঠ এক বন্ধুই প্যারিসে আসার ফ্লাইটের টিকিট জোগার করে দিয়েছিলেন। এবং হোটেলে থাকারও বন্দোবস্ত করেন। সেখানেই নাকি নেইমার স্বমূর্তিতে হাজির হয়েছিলেন তাঁর কাছে। এমনই দাবি ছিল তরুণীর।

আরও পড়ুন নেইমার কি ধর্ষণ করেছিলেন? বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন তরুণী

প্রকাশ করা সেই ভিডিওতে দেখা গিয়েছিল, নেইমারের সঙ্গে এক তরুণী হোটেলের কক্ষে প্রবেশ করেন। তারপরে পর্তুগিজ ভাষায় একে অন্যের সঙ্গে আলাপ করতে থাকেন। তারপরেই হঠাৎই সেই তরুণী নেইমারকে মারতে থাকেন। বেশ কয়েকবার আঘাত সহ্য করার পরে উঠে দাঁড়ান নেইমার। এবং মহিলার দিকে তেড়ে যান।

এই মামলাতেই সরকারি আইনজীবী অগাস্টে জানায়, নাজিলা ও তাঁর স্বামী এস্তিবেন আলভেজ পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন। তারপর এবার সাও পাওলোর পুলিশ নাজিলা ও তাঁর প্রাক্তন স্বামী এস্তিবেন আলভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। যদিও বিবিসি-তে প্রকাশিত হওয়া এক রিপোর্টে প্রকাশিত, নাজিলার ওপর আনা এই অভিযোগে আশ্চর্য হয়েছেন তাঁর আইনজীবী আরাউজো।

brazil neymar
Advertisment