FIFA WORLD CUP 2018: ২৩ জনের বিশ্বকাপের দলে নেইমার ছাড়া আর কারা?

একেবারে সরাসরি ২৩ সদস্যের নাম ঘোষণা করে দিলেন ব্রাজিলের জাতীয় কোচ। এঁরাই রাশিয়া যাবেন ফুটবলের মেগা ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিতে।

একেবারে সরাসরি ২৩ সদস্যের নাম ঘোষণা করে দিলেন ব্রাজিলের জাতীয় কোচ। এঁরাই রাশিয়া যাবেন ফুটবলের মেগা ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Brazil's World Cup 23-man squad anounced

২০১৮ বিশ্বকাপ: বিশ্বকাপের দল বেছে নিয়েছে ব্রাজিল, জানেন কি কারা রয়েছে সেই টিমে?

অন্যদের মতো ৩৫ সদস্যের প্রি-লিস্ট জমা দেওয়ার ধার ধারেননি তিতে। একেবারে সরাসরি ২৩ সদস্যের নাম ঘোষণা করে দিলেন ব্রাজিলের জাতীয় কোচ। এঁরাই রাশিয়া যাবেন ফুটবলের মেগা ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপার লড়াইয়ে।

Advertisment

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু গত বিশ্বকাপের স্মৃতি আজও তাড়া করে তাদের। সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোলে হেরেছিল তারা। এমনকি তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচেও নেদারল্যান্ডস ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে।

আরও পড়ুন, পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারেন রোনাল্ডো, বিশ্বাস মোরিনহোর

অর্থাৎ ঘরের মাঠে চার বছর আগে শেষ দু ম্যাচ মিলিয়ে ১০ গোল হজম করেছিল হলুদ জার্সিধারীরা। সাম্বার দেশের ফুটবলপ্রেমীরা তা কখনোই ভুলতে পারবেন না। কিন্তু তিতের অধীনে এ এক অন্য ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে সবার আগে কোয়ালিফাই করা দলটা এখন আগের চেয়ে পুরোপুরি আলাদা। ২০১৬-তে রিও অলিম্পিকে সোনা ছিনিয়ে এনেছেন নেইমাররা। রাশিয়াতে ব্রাজিলকে অন্যতম ফেভারিট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisment

২৩ জনের ব্রাজিল দল:

গোলকিপার: অ্যালিসন (রোমা), এডারসন (ম্যাঞ্চেস্টার সিটি), ক্যাসিও (কোরিনথিয়ান্স)

ডিফেন্ডার: মিরান্ডা (ইন্টার মিলান), মারকুইনহোস (প্যারিস সাঁ জাঁ), থিয়াগো সিলভা (প্যারিস সাঁ জাঁ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফিলিপ লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফ্যাগনার (কোরিন্থিয়াস), পেদ্রো জেরোমেল (গ্রেমিও), ড্যানিলো (ম্যাঞ্চেস্টার সিটি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফার্নান্দিনহো (ম্যাঞ্চেস্টার সিটি), পাউলিনহো (বার্সেলোনা), রেনাতো আগাস্তো (বেজিং গুয়োয়ান), ফিলিপ কুটিনহো (বার্সেলোনা), উইলিয়ান (চেলসি), ফ্রেড (শাখতার ডোনেৎস্ক)

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসাস (ম্যাঞ্চেস্টার সিটি), রবার্তো ফার্মিনো (লিভারপুল), ডগসাস কোস্তা (জুভেন্তাস), তাইসন ((শাখতার ডোনেৎস্ক), নেইমার (প্যারিস সাঁ জাঁ)