/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/BRIAN-LARA.jpg)
দুরন্ত লেট কাট লারার, মোহিত ফ্য়ানেরা
ফের একবার বাইশ গজে নামলেন ব্রায়ান লারা। গত রবিবার পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে খেলেলেন তিনি। দ্য় সিলেক্টর ফ্য়ান কাপে ব্র্য়াভো একাদশের হয়ে মাঠে নেমেছিলেন পোলার্ড একাদশের বিরুদ্ধে।
তিন নম্বরে ব্য়াট করতে নেমে লারা মাত্র ১২ রানে আউট হয়ে যান ঠিকই। কিন্তু তাঁর বিখ্য়াত লেট কাট শটে ফের একবার মোহিত হয়েছে ক্রিকেট ফ্য়ানেরা। টুইটারে প্রচুর মানুষ সেই ভিডিও শেয়ারও করেছেন। ত্রিনিদাদের রাজা যে ব্য়াটিং নৈপুণ্য়ে থার্ড ম্য়ানের ওপর দিয়ে বাউন্ডারিটা মারলেন তা দেখে মনে হচ্ছিল, লারা এখনও ক্রিকেটটা নিয়মতি খেলেন। ফিরিয়ে দিলেন নয়ের দশকে।
Brian Lara - not your everyday T20 number 3 pic.twitter.com/7vTngaXANA
— Dipankar Lahiri (@soiledshoes) September 1, 2019
আরও পড়ুন: লারাকে সরিয়ে এখন সাম্রাজ্য় গেইলের, ক্য়ারিবিয়ান দৈত্য়কে কুর্নিশ ওয়েস্ট ইন্ডিজের
Pollard XI vs Bravo XI. It also features Brian Lara. Read the rules! Crazzzyyy ????#TheSelectorFanCuppic.twitter.com/oR4soFiOq9
— Vinesh Prabhu (@prabhu_vinesh) September 1, 2019
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us