Advertisment

Brisbane Cricket Match Stoppage: বৃষ্টি হচ্ছে না, তবু বন্ধ ব্রিসবেন টেস্ট, আসল কারণ ফাঁস অবশেষে

Brisbane Test Weather update: গোটা টেস্ট জুড়েই বৃষ্টির প্রাদুর্ভাব। পঞ্চম দিনে এসেও বৃষ্টির থাবা পিছু ছাড়ল না গাব্বার। ভারত-অস্ট্রেলিয়া দুই দলই চরম হতাশা তৃতীয় টেস্টে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Brisbane test weather

Brisbane test weather: বৃষ্টিতে ফের বন্ধ খেলা (অল ইন্ডিয়া রেডিও নিউজ টুইটার)

Brisbane cricket play stoppage on Day 5 with no rain: ব্রিসবেনে ৫ম দিনের সকালে প্রথমে বৃষ্টি শুরু না হলেও খেলা বন্ধ থাকল। বুধবার বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টের ৫ম দিনে অস্ট্রেলিয়া ৪৪৫ রান তুলেছে। জবাবে ভারত গুটিয়ে গিয়েছে ২৬০ রানে। ভারত অলআউট হওয়ার পর এদিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস সময়মতো শুরু হয়নি।

Advertisment

ভারতের শেষ উইকেটটি নিয়েছেন ট্রাভিস হেড। তিনি ভারতের ১০ম উইকেট আকাশ দীপকে ফিরিয়ে দেন। যখন ভারতীয় খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই সময় আম্পায়াররা ভারতীয় খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেন। সেই মুহুর্তে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও মাঠকর্মী ও গাব্বার আধিকারিকরা দ্রুত ঝড়-বৃষ্টির আশঙ্কা করছিলেন।

কারণ, আবহাওয়া দফতরের এমনটাই পূর্বাভাস। শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের ফিরিয়ে দেওয়াই নয়, বাইরে ডাগআউটে যাঁরা বসেছিলেন তাঁদেরও ড্রেসিংরুমে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা দর্শকদের আচ্ছাদনের নীচে চলে যেতে বলেন। জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা ফুটে ওঠে, 'আবহাওয়ার দুর্যোগ- আচ্ছাদনের নীচে আশ্রয় নিন। যে কোনও মুহূর্তে আবহাওয়া খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অনুগ্রহ করে মাঠের খোলা জায়গা ছেড়ে রক্ষীদের কথামতো চলুন।'

আরও পড়ুন: আম্বানির টাকায় ভারতে হচ্ছে 'শতাব্দীর সেরা' বক্সিং প্রদর্শনী! বিশ্বের কাছে নতুন উচ্চতায় ইন্ডিয়া

Advertisment

বুধবার ৯ উইকেটে ২৫২ রান দিয়ে দিন শুরু করেছিল ভারত। এদিন ২৪ বলে আরও ৮ রান যোগ করে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরা ৩৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন। আকাশদীপ ৪৪ বলে ৩১ রান করেন। এই জুটিই ম্যাচের ৪র্থ দিন ভারতকে ফলোঅন এড়াতে সাহায্য করেছে। শেষ উইকেটে ৭৮ বলে তুলেছে ৪৭ রান। ৭৯তম ওভারে আকাশদীপ হেডের বলে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে লিড ছিল ১৮৫ রান।

গাব্বা টেস্ট ড্র হলে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য বাকি দুটো ম্যাচ জিততেই হবে। সেক্ষেত্রে ৬০.৫২ সিপিটি পেয়ে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৩৮। আর এই বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের ফলাফল দাঁড়াবে ৩-১। এই সিরিজ যদি ২-২ হয়, তবে, ভারতের পয়েন্ট দাঁড়াবে ১২৬। পিসিটি হবে ৫৭.০১।

অস্ট্রেলিয়া, এমন পরিস্থিতিতে, সিরিজের শেষে ১৩০ পয়েন্টে থাকবে। যার ফলে, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে দিতে পারে।

Team-India Team India Indian Cricket Team India Cricket Team
Advertisment