Advertisment

Conor McGregor vs Logan Paul: Ambani-Backed Fight in India: আম্বানির টাকায় ভারতে হচ্ছে 'শতাব্দীর সেরা' বক্সিং প্রদর্শনী! বিশ্বের কাছে নতুন উচ্চতায় ইন্ডিয়া

Conor McGregor vs Logan Paul: এই বহুল প্রতীক্ষিত বক্সিং প্রদর্শনী ভারতের ক্রীড়া জগতকে বিশ্বের কাছে নতুন করে হাজির করবে বলে আশা। ম্যাচের নির্দিষ্ট তারিখ এবং স্থান এখনও ঘোষণা করা হয়নি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Conor McGregor and Logan Paul fight in India backed by Ambani family

Conor McGregor and Logan Paul fight in India backed by Ambani family: ভারতে আয়োজিত হবে বিরাট বক্সিং যুদ্ধ (টুইটার এবং ইন্ডিয়ান এক্সপ্রেস ফাইল চিত্র)

Conor McGregor and Logan Paul may face off in India with backing from the Ambani family: ভারতের মাটিতে মেগা বক্সিং প্রদর্শনীতে মুখোমুখি হতে চলেছেন কনর ম্যাকগ্রেগর এবং লোগান পল। আইরিশ তারকা বক্সার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কনফার্ম করেছেন। জানিয়ে দিয়েছেন, মুকেশ আম্বানির পরিবারের সঙ্গে এই হেভিওয়েট ফাইটের প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে।

Advertisment

২০১৭-য় ফ্লয়েড মেওয়েদারের সঙ্গে শতাব্দীর সেরা বক্সিং লড়াইয়ে অংশ নিয়েছিলেন ম্যাকগ্রেগর। সেই লড়াইয়ে অবশ্য তাঁকে ১০ম রাউন্ডে টেকনিক্যাল নকআউটে পরাস্ত হতে হয়। অন্যদিকে লোগান পল আবার ২০২১-এ সেই মেওয়েদারের সঙ্গেই বক্সিং রিংয়ে ধুন্ধুমার লড়াইয়ে অবতীর্ণ হন। সেই ম্যাচ গড়ায় আট রাউন্ডে।

গত তিন বছর অক্টাগনে দেখা যায়নি কনর ম্যাকগ্রেগরকে। ২০২১-এ ডাস্টিন পরিয়ারের বিরুদ্ধে ফাইটের সময় পায়ে জোরালো চোটের শিকার হন। মাঝে মাইকেল চ্যান্ডলারের বিরুদ্ধে প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছিলেন। তবে আঙুলের চোট পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয়।

Advertisment

লোগান পলকে শেষবার রিংয়ে দেখা গিয়েছে ডিলন ড্যানিসের বিপক্ষে। ড্যানিসের বিতর্কিত আচরণ সমেত ম্যাচ সমাপ্ত হয় ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। সেই ম্যাচের পরেই তিনি সরাসরি ম্যাকগ্রেগরকে চ্যালেঞ্জ করে বসেন। যা শেষমেশ সত্যি হতে চলেছে, তাও আবার ভারতের মাটিতে।

আরও পড়ুন: ফলো অন বাঁচিয়েও সেলিব্রেশন! ভারতকে লজ্জার অতলে ঠেলে দিল কোহলি-গম্ভীরদের উদযাপন

বক্সিংয়ের যুগান্তকারী দ্বৈরথ ভারতে নিয়ে আসার বিষয়ে হাত রয়েছে মুকেশ আম্বানির। এশিয়ার ধনীতম ব্যক্তির সঙ্গে ক্রীড়া জগতের যোগাযোগ এখন নতুন কিছু নয়। আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স-এর মালিক তাঁর সংস্থা রিলায়েন্স। তাছাড়া আইএসএল-এর মত ফুটবল লিগ ভারতে আয়োজন করে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স, আইএমজি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে। তাঁর স্ত্রী নীতা আম্বানি আবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য।

আর ভারতের এই বক্সিং ইভেন্ট নিয়ে এমনিতেই বিশ্ব জুড়ে সাড়া পড়ে গিয়েছে। ফাইটের দিনক্ষণ অথবা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে শীঘ্রই তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, বলে আশা করা হচ্ছে।

Sports News Sports Others Boxing Mukesh Ambani Sports Others nita ambani
Advertisment