Premier League 2024-25, man-utd: ম্যাচ চলাকালীনই কোচের সঙ্গে চরম অসভ্যতা ম্যানচেস্টার ফুটবলারের, চারিদিকে ছিঃ ছিঃ!

Man Utd: ম্যান ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস সম্পর্কে রয় কিন বলেছেন, 'ও যথেষ্ট প্রতিভাধর না।' তবে কোচ রুবেন আমোরিম তাঁর নেতৃত্বের প্রতি আস্থাশীল বলেই জানিয়েছেন। বিস্তারিত পড়ুন এখানে!

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Man Utd’s Garnacho: ম্যানেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো

Man Utd’s Garnacho: ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। (ছবি- ইনস্টাগ্রাম)

Premier League 2024-25, Man Utd captaincy debate: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম জানিয়েছেন যে, আলেহান্দ্রো গার্নাচো দলের খেলোয়াড়দের ডিনারে নিয়ে যাবেন। কারণ, ইপ্সউইচ টাউনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়ার পর তিনি রিজার্ভ বেঞ্চে এসে বসার বদলে সরাসরি টানেলের দিকে চলে গিয়েছিলেন।

Advertisment

মূল বিষয়:

  • গার্নাচোকে মাঠ থেকে তুলে নেওয়ার পর সরাসরি টানেলের দিকে চলে যান। এটা দলের নিয়মবিরুদ্ধ বলে তাঁকে শাস্তি হিসেবে পুরো দলকে ডিনার করাতে হবে।
  • রুবেন আমোরিম মনে করেন, ম্যান ইউ’র মত বড় ক্লাবে সবার সামনে আচরণগত ভারসাম্য বজায় রাখা উচিত।
  • রয় কিন ব্রুনো ফার্নান্দেসের নেতৃত্বের সমালোচনা করলেও, কোচ আমোরিম মনে করেন যে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো পারফর্ম করছেন।
  • ম্যান ইউ রোববার ফুলহামের বিরুদ্ধে এফএ কাপের ম্যাচ খেলবে, এই ম্যাচ তাদের কাছে চলতি মরশুমে ট্রফির দৌড়ে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবারের ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে প্যাট্রিক ডোরগু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, ম্যান ইউ কোচ দলে কিছু পরিবর্তন আনেন। ২০ বছর বয়সি আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচোকে মাঠ থেকে তুলে নেওয়া হলে, তিনি সরাসরি টানেলের দিকে চলে যান এবং তাঁর জায়গায় নুসাইর মাজরাউইকে মাঠে নামানো হয়েছিল।

Advertisment

গার্নাচোর ব্যাখ্যা ও শাস্তি
৩-২ গোলে জয়ের পর আমোরিম বলেছিলেন যে, তিনি গার্নাচোর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। তবে, পরদিন খেলোয়াড় নিজেই কোচের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন বলে কোচ জানিয়েছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে আমোরিম বলেন, 'ও আমার কাছে এসেছিল। আমিও খোঁজখবর নিয়ে জানতে পারি যে ও ড্রেসিংরুমে গিয়ে কাপড় বদলেছিল, কারণ ওঁর পোশাক ভিজে গিয়েছিল। এরপর ও বেঞ্চে না বসে অন্য একটি জায়গায় বসে গোটা খেলা দেখেছে। তবে ম্যাচ শেষে ও মাঠে ফিরে আসে এবং পরে বাড়ি চলে যায়। তাই এটা নিয়ে বড় কোনও সমস্যা নেই।' তবে কোচ আমোরিম, গার্নাচোকে সতর্ক করে দিয়েছেন এই বলে যে, 'ম্যানচেস্টার ইউনাইটেডের মত বড় ক্লাবে সব কিছু গুরুত্বপূর্ণ এবং সবার সামনে দলের ভাবমূর্তি রক্ষা করাটা অত্যন্ত জরুরি।' এই ব্যাপারে আমোরিম বলেন, 'আমি ওঁকে বলেছি, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিটি ব্যাপারই গুরুত্বপূর্ণ এবং বড় ক্লাবে কোনও ঘটনার প্রচার হয় অনেক বেশি। তাই ও পুরো দলকে ডিনার করাবে, আর এটাই ওঁর শাস্তি।'

ফুলহামের বিপক্ষে এফএ কাপ ম্যাচ ও ব্রুনো ফার্নান্দেস বিতর্ক

এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ রবিবার ফিফথ রাউন্ডে ফুলহামের বিরুদ্ধে খেলবে। মরশুমে ট্রফির দৌড়ে টিকে থাকতে এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, তার মধ্যেই ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেসকে নিয়ে বিতর্ক ছড়িয়েছে। প্রাক্তন ইউনাইটেড অধিনায়ক রয় কিন, 'দ্য ওভারল্যাপ' পডকাস্টে ম্যান ইউ অধিনায়কের কঠোর সমালোচনা করে বলেছেন, 'ব্রুনো যথেষ্ট প্রতিভাধর না। ও ভালো নেতাও না।'

আরও পড়ুন- কেন ধোনি রেলের চাকরি ছাড়লেন? গোপীচাঁদের চোখে ক্রীড়া কোটার খেলোয়াড়দের লড়াই

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কোচ আমোরিম বলেন, 'ও বলেছে বলে আমি শুনেছি। তবে আমার মত অন্য। ব্রুনো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার জন্য তো বটেই। আমি জানি, কখনও কখনও ও অধিনায়ক হিসেবে এমন কিছু করে, যেমন আঙুল উঁচিয়ে কথা বলা বা খেলোয়াড়দের দিকে কড়া ভঙ্গিতে তাকানো- তবে এগুলো মূলত হতাশা থেকেই করে। কারণ, এই মরশুম এবং গত কয়েকটি মরশুম আমাদের খুব খারাপ কেটেছে। রয় কিন ওঁর সময়কার অভিজ্ঞতা থেকে যা বলার বলেন, তাই ওঁর মতামত স্বাভাবিক। তবে, আমার মত পুরোপুরি উলটো। আমার মতে, ব্রুনো ভালোই খেলছে। শেষ পর্যন্ত আমার মতই গুরুত্বপূর্ণ, কারণ আমি কোচ।'

Football Premier League Manchester United Britain world