প্রতিপক্ষ ছিল অপেশাদার দল। তা সত্ত্বেও প্রাক-মরশুম প্রস্তুতি ম্যাচে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা কোনও অনুকম্পা দেখাল না। অপেশাদার এফসি রটাচ এগার্নের গোলে ২৩ বার বল জড়াল বায়ার্ন মিউনিখ। বায়ার্নের স্কোরশিটে নাম উঠল মোট ১১ জন ফুটবলারের। এর মধ্যে পাঁচ জন-ই হ্যাটট্রিক সম্পন্ন করেছেন। গোলের বন্যার শুরু পর্তুগিজ তারকা ফুটবলার রেনাটো স্যাঞ্চেজের ছয় মিনিটের গোল করা থেকে। ২ মিনিটের মধ্যেই ২-০ এবং ৯ মিনিটে ৩-০। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যবধান। বায়ার্ন তবু থামেনি। একের পর এক গোল করে গিয়েছে প্রতিপক্ষের রক্ষণ পেরিয়ে। ঘটনাচক্রে, এক বছর আগেও এই প্রতিপক্ষের বিরুদ্ধে ২০-২ গোলে জয়লাভ করেছিল বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। সেবার বায়ার্নের গোলে ২বার বল ঢোকাতে পারলেও এবারে পুরোপুরি ব্যর্থ। বরং আগের ম্যাচের থেকে ব্যবধান বেড়েছে।
চতুর্থ গোল আসে রবার্ট লেওয়ানডস্কির পা থেকে। চার মিনিট পরে ঠিক ২০ মিনিটের মাথায় পঞ্চম গোল রেনাটো স্যাঞ্চেজের। ২৯ মিনিটেই নিজেই হ্যাটট্রিক সম্পন্ন করেছেন পোলিশ স্ট্রাইকার। ক্রোয়েশিয়ার টোলিসো ৪ গোল করেন। লেওয়ানডস্কির সঙ্গে হ্যাটট্রিক কোয়াসি রেইড, লিওন গোরেৎজকাও। জোড়া গোল আসে অন্য স্ট্রাইকার টমাস মুলারের পা থেকে।
দেখুন ভিডিও...
বিরতির আগেই ১০জনকে অদলবদল করেন বায়ার্ন বস নিকো কোভাক। ভারতীয় বংশোদ্ভূত সারপ্রীত সিং এবারেই ওয়েলিংটন ফিনিক্স থেকে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। তিনিও জোড়া গোল করে যান। বায়ার্নে যোগ দেওয়া অন্য তারকা লুকাস হার্নান্ডেজও গোল পেয়েছেন। এফসি রটাচ এগার্নের হয়ে একটি গোল আবার আত্মঘাতী।