Advertisment

Bangladesh Cricket: টাকা এখনও বকেয়া! বাংলাদেশ ক্রিকেটারদের কিট ফেরত দিতে অস্বীকার বাস ড্রাইভারের

Bus driver refuses to return players' kits: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুর্বার রাজশাহির বাসচালক মহম্মদ বাবুল প্রথম থেকেই জানিয়েছেন টাকা না পেলে তিনি বাসে থাকা খেলোয়াড়দের জিনিসপত্র ফেরত দেবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Durbar Rajshahi: দুর্বার রাজশাহি

Durbar Rajshahi: দুর্বার রাজশাহি। (ছবি- টুইটার)

Bus driver refuses to return players' kits: কথা ছিল, তাঁকে বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু, এখনও পাননি। তাই ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুর্বার রাজশাহির বাসচালক ফের জানিয়ে দিলেন, তিনি যতক্ষণ না খেলোয়াড়দের বকেয়া টাকা ফেরত পাচ্ছেন, ততক্ষণ কিছুতেই খেলোয়াড়দের কিটস ফেরত দেবেন না। বাসচালক মহম্মদ বাবুল, খেলোয়াড়দের জিনিসপত্র বাসের ভিতরে তালাবদ্ধ করে রেখেছেন, যাতে কেউ নিয়ে চলে যেতে না পারে। বাবুলের কথায়, 'ওই সব কিটস আমি জামিন হিসেবে রেখেছি। যাতে কেউ টাকা মারতে না পারে।'

Advertisment

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহি বর্তমানে ধার-দেনায় ডুবে থাকার জন্য সংবাদ শিরোনামে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা এখনও খেলোয়াড় এবং কর্মীদের বকেয়া টাকা শোধ করেননি। তারপরই রবিবার থেকে, দলের বাসচালক মহম্মদ বাবুল, বাসের মধ্যে খেলোয়াড়দের কিট তালাবদ্ধ করে রেখেছেন। কারণ, তাঁকেও বাসভাড়ার টাকা দেওয়া হয়নি। তিনি টিম হোটেলের সামনে সাংবাদিকদের বলেন, 'এটা দুঃখজনক ব্যাপার, লজ্জার ব্যাপার। কিন্তু, যদি ওঁরা আমাকে টাকা না দেয়, আমি কী করতে পারি? স্থানীয় এবং বিদেশি ক্রিকেটার, সবারই কিটব্যাগ বাসের মধ্যে আছে। আমাকে টাকা না মেটালে আমি ওগুলো ফেরত দিতে পারব না।' 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন শীর্ষকর্তা জানিয়েছেন রাজশাহির বিদেশি খেলোয়াড়রাও এখনও টাকা পাননি। পাকিস্তানের মহম্মদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, জিম্বাবুয়ের রায়ান বার্ল, জিম্বাবুয়ের মিগুয়েল কামিন্স, ওয়েস্ট ইন্ডিজের মার্ক ডেলরা এখন টাকার জন্য হন্যে হয়ে ঘুরছেন। দুর্বার রাজশাহি শুধুই দেবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে। টাকা না পেয়ে খেলোয়াড়রা দলের অনুশীলনেও যোগ দিচ্ছেন না। গ্রুপ-পর্বের ম্যাচে খেলবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

বিসিবির এক কর্তা বলেন, 'আমি রায়ান বার্ল ও অন্যদের সঙ্গে কথা বলেছি। ওঁরা বলেছে, টাকা পায়নি। আমি রাজশাহির মালিকের সঙ্গেও কথা বলেছি। ওঁরা কেবল বলছেন, টাকা জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও রাজশাহির মালিকের সঙ্গে কথা বলেছেন। তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য বলেছেন।'

Advertisment

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় তারকার অন্তর্ভুক্তি টিম ইন্ডিয়া স্কোয়াডে, বনবন ঘুরবে প্রতিপক্ষ

বিসিবির ওই কর্তা বলেন, 'শেষ পর্যন্ত কথা হয়েছে ৭ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড়দের পাওনার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়া হবে। ৮ মার্চের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।' বিপিএলে এবারের মরশুমে দুর্বার রাজশাহি ১২টি ম্যাচ খেলেছে, ৬টি জিতেছে। তারা পয়েন্ট টেবিলে ৫ম স্থানে আছে। প্লে অফে উঠতে পারেনি।

cricket Bangladesh Cricket News Bangladesh Premier League (BPL) Durbar Rajshahi
Advertisment